Bangla NewsPhoto gallery Manchester United beat Bournemouth by 3 0 in EPL and Arsenal vs Newcastle match ends with goalless draw
EPL: ম্যান ইউয়ের বড় জয়ের দিন পয়েন্ট নষ্ট আর্সেনালের
English Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আর্সেনাল ও নিউক্যাসেল। দুই দলই এই ম্যাচে কোনও গোল করতে পারেনি। যার ফলে পয়েন্ট নষ্ট করে মাঠ ছাড়ল লিগ টেবলের শীর্ষে থাকা আর্সেনাল। অন্যদিকে ইপিএলে জয়ের ধারা বজায় রেখেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে বোর্নমাউথকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ম্যান ইউ।