Premier League: গোলে ফিরলেন রোনাল্ডো, জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 16, 2022 | 10:31 AM

ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে ২-০ গোলে ব্রাইটনকে (Brighton) হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। ইপিএলে পরপর দুই ম্যাচে ড্রয়ের পর জয়ের দেখা পেল ম্যান ইউ। পাশাপাশি গোলে ফিরলেন পর্তুগিজ তারকা রোনাল্ডো (Cristiano Ronaldo)। এবং লিগ টেবলেও উন্নতি করলেন পল পোগবারা। ২৫ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে উঠে এলেন সিআর সেভেনরা।

1 / 4
প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হলেও, ৫১ মিনিটে স্কট ম্যাকটমিনের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হলেও, ৫১ মিনিটে স্কট ম্যাকটমিনের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

2 / 4
 টানা ছয় ম্যাচে গোলহীন থাকা রোনাল্ডো অবশেষে ব্রাইটনের বিরুদ্ধে গোলের মুখ দেখলেন। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

টানা ছয় ম্যাচে গোলহীন থাকা রোনাল্ডো অবশেষে ব্রাইটনের বিরুদ্ধে গোলের মুখ দেখলেন। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

3 / 4
ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+৭ মিনিটে) পল পোগবার পাস থেকে ম্যান ইউয়ের হয়ে দ্বিতীয় গোল করেন ব্রুনো ফের্নান্ডেজ। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+৭ মিনিটে) পল পোগবার পাস থেকে ম্যান ইউয়ের হয়ে দ্বিতীয় গোল করেন ব্রুনো ফের্নান্ডেজ। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

4 / 4
ইপিএলে পরপর দুই ম্যাচে ড্রয়ের পর জয়ের দেখা পেল ম্যান ইউ।  ২৫ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে উঠে এলেন সিআর সেভেনরা। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

ইপিএলে পরপর দুই ম্যাচে ড্রয়ের পর জয়ের দেখা পেল ম্যান ইউ। ২৫ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে উঠে এলেন সিআর সেভেনরা। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

Next Photo Gallery