Premier League: ৬ গোলের থ্রিলারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জয়

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 21, 2022 | 3:07 PM

লিডস ইউনাইটেডের (Leeds United) ঘরের মাঠে প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে ৪-২ গোলে জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। হ্যারি ম্যাগুয়ের ও ব্রুনো ফের্নান্ডেজের গোলে ম্যাঞ্চেস্টার এগিয়ে যাওয়ার পর লিডসকে ম্যাচে ফেরান রদ্রিগো (৫৩') ও রাফিনিয়া (৫৪')। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাঞ্চেস্টারের দুই সুপার সাব দুটি গোল করেন। যার ফলে শেষ অবধি ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছেন রোনাল্ডোরা।

1 / 5
ম্যাচের ৩৪ মিনিটের মাথায় লুক শ-র পাস থেকে গোল করে ম্যান ইউকে এগিয়ে দেন ক্যাপ্টেন হ্যারি ম্যাগুয়ের (Harry Maguire)। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

ম্যাচের ৩৪ মিনিটের মাথায় লুক শ-র পাস থেকে গোল করে ম্যান ইউকে এগিয়ে দেন ক্যাপ্টেন হ্যারি ম্যাগুয়ের (Harry Maguire)। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

2 / 5
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+৫ মিনিটে) জর্ডান স্যাঞ্চোর পাস থেকে ম্যান ইউয়ের হয়ে দ্বিতীয় গোলটি করেন ব্রুনো ফের্নান্ডেজ (Bruno Fernandes)। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+৫ মিনিটে) জর্ডান স্যাঞ্চোর পাস থেকে ম্যান ইউয়ের হয়ে দ্বিতীয় গোলটি করেন ব্রুনো ফের্নান্ডেজ (Bruno Fernandes)। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

3 / 5
ইপিএলে ম্যান ইউয়ের শেষ ম্যাচে গোল পেয়েছিলেন সিআর সেভেন। কিন্তু লিডসের বিরুদ্ধে এ দিন গোলের মুখ দেখতে পাননি রোনাল্ডো। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

ইপিএলে ম্যান ইউয়ের শেষ ম্যাচে গোল পেয়েছিলেন সিআর সেভেন। কিন্তু লিডসের বিরুদ্ধে এ দিন গোলের মুখ দেখতে পাননি রোনাল্ডো। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

4 / 5
দ্বিতীয়ার্ধে শুরুর কয়েক মিনিটের মধ্যে ম্যাচের স্কোরলাইন ২-২ ছিল। ৭০ মিনিটের মাথায় স্যাঞ্চোর পাস থেকে ম্যান ইউয়ের হয়ে গোল করেন পরিবর্ত হিসেবে নামা ফ্রেড (Fred)। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

দ্বিতীয়ার্ধে শুরুর কয়েক মিনিটের মধ্যে ম্যাচের স্কোরলাইন ২-২ ছিল। ৭০ মিনিটের মাথায় স্যাঞ্চোর পাস থেকে ম্যান ইউয়ের হয়ে গোল করেন পরিবর্ত হিসেবে নামা ফ্রেড (Fred)। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

5 / 5
৮৮ মিনিটের মাথায় স্কোরলাইন ৪-২ করেন পরিবর্ত হিসেবে নামা এলাঙ্গা (Anthony Elanga)। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

৮৮ মিনিটের মাথায় স্কোরলাইন ৪-২ করেন পরিবর্ত হিসেবে নামা এলাঙ্গা (Anthony Elanga)। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)

Next Photo Gallery