Europa League: লিভারপুলের কাছে ৭ গোলের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াল ম্যান ইউ
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Mar 10, 2023 | 11:06 AM
Manchester United vs Real Betis: দিন কয়েক আগেই ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে ০-৭ হেরে গিয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। লজ্জার সেই হার রীতিমতো যন্ত্রণাবিদ্ধ করেছিল রেড ডেভিলসদের। এ বার সেই হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াল এরিক টেন হ্যাগের ছেলেরা। উয়েফা ইউরোপা লিগে (Europa League) রিয়াল বেতিসকে ৪-১ ব্যবধানে হারাল ম্যান ইউ।
1 / 8
ইংলিশ প্রিমিয়ার লিগে কয়েকদিন আগে লিভারপুলের কাছে ০-৭ হেরে গিয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। লজ্জার সেই হার ভীষণ কষ্ট দিয়েছিল রেড ডেভিলসদের। এ বার ইউরোপা লিগের (Europa League) ম্যাচে জিতে সেই হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াল এরিক টেন হ্যাগের ছেলেরা। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)
2 / 8
উয়েফা ইউরোপা লিগের শেষ-১৬-র ম্যাচে প্রথম লেগে ওল্ড ট্র্যাফোর্ডে রিয়াল বেতিসকে (Real Betis) ৪-১ ব্যবধানে হারাল ম্যান ইউ। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)
3 / 8
ঘরের মাঠে ম্যাচে ৬ মিনিটের মধ্যেই প্রথম গোল করে ম্যান ইউকে এগিয়ে দেন মার্কাস র্যাশফোর্ড। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)
4 / 8
এরপর ৩২ মিনিটের মাথায় সেই গোল শোধ করে দেন রিয়াল বেতিসের আয়োজ পেরেজ। ১-১ স্কোরলাইনে শেষ হয় প্রথমার্ধ। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)
5 / 8
দ্বিতীয়ার্ধে, ৫২ মিনিটের মাথায় ম্যান ইউয়ের হয়ে দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা অ্যান্টনি। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)
6 / 8
অ্যান্টনির গোলের ৬ মিনিটের মধ্যে (৫৮ মিনিটে) রিয়াল বেতিসের সঙ্গে ম্যান ইউয়ের আরও ব্য়বধান বাড়ান ব্রুনো ফের্নান্ডেজ। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)
7 / 8
৮২ মিনিটে ম্যান ইউয়ের হয়ে চতুর্থ গোল করেন উট উয়েঘর্স্ট (Wout Weghorst)। শেষ অবধি ৪-১ ব্যবধানে বেতিসকে ইউরোপা লিগের শেষ-১৬-র প্রথম লেগে হারিয়েছে রেড ডেভিলসরা। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)
8 / 8
দ্বিতীয় লেগে এ বার রিয়াল বেতিসের ঘরের মাঠে খেলবে ম্যান ইউ। অ্যাওয়ে ম্যাচ হলেও, ওল্ড ট্র্য়াফোর্ডে বড় ব্য়বধানে জয় পাওয়ায় ফলে দ্বিতীয় লেগে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় এরিক টেন হ্য়াগের দলের। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)