Bangla NewsPhoto gallery Manchester United beat West Ham United by Marcus Rashford's only goal in Premier League
Premier League: রাশফোর্ডের শেষ বেলার গোলে জিতে চারে পৌঁছল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের (West Ham United) মুখে নেমেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। গোলশূন্য ড্র দিয়ে শেষ হতে চলা ম্যাচে, শেষ বেলায় এডিনসন কাভানির পাশ থেকে মার্কাস রাশফোর্ড গোল করেন। এবং এই জয়ের সুবাদে ইপিএলের (EPL) লিগ টেবলের চার নম্বরে পৌঁছে গেল ম্যান ইউ।