ট্রফির দেখা নেই, একের পর এক হার ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নামের 'কাঁটা' নিয়ে গতবছরটা কেটেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। রোনাল্ডো বিদায়ের পর কোচ এরিক টেন হ্যাগের তত্ত্বাবধানে নিজেদের নতুন করে খুঁজে পাচ্ছে দলটি। নতুন বছরের শুরুতেই লিগ কাপ জিতে ট্রফির খরা কাটানোর পাশাপাশি বাকিদের বার্তা দিয়ে রাখল ম্যান ইউ। (ছবি:টুইটার)
রবিবার ওয়েম্বলিতে লিগ কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং নিউক্যাসল। ম্যান ইউয়ের সামনে ট্রফির খরা কাটানোর লক্ষ্য ছিল। নিউক্যাসল নেমেছিল নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে। ২-০ গোলে ফাইনাল জিতে শেষ হাসি ইউনাইটেডের। (ছবি:টুইটার)
প্রথমার্ধেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। ৩৩ মিনিটে ফাইনালের প্রথম গোলটি করেন ক্যাসেমিরো।(ছবি:টুইটার)
লুক শ-র ফ্রি কিক থেকে হেড করে ইউনাইটেডকে ১-০ গোলে এগিয়ে দেন ক্যাসেমিরো। (ছবি:টুইটার)
পিছিয়ে পড়ার পর ৩৯ মিনিটে খোদ নিউক্যাসেলের ফুটবলারই তাঁদের ধাক্কা দেন। সভন বটম্যানের আত্মঘাতী গোলে ২-০ করে ফেলে ম্যান ইউ। (ছবি:টুইটার)
দ্বিতীয়ার্ধে ম্যান ইউয়ের রক্ষণকে পরীক্ষায় ফেলে দিয়েছিল নিউক্যাসেল। যদিও গোল আসেনি তাদের তরফে। (ছবি:টুইটার)
জোসে মোরিনহোর তত্ত্বাবধানে ২০১৭ সালে ইউরোপা লিগ জিতেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এরিক টেন হ্যাগ চ্যালেঞ্জ নিয়ে ছয়বছর পর ফের দলের ট্রফির ক্যাবিনেট ভরিয়ে দিলেন। (ছবি:টুইটার)
লিগ কাপের ফাইনালের দিন ওয়েম্বলিতে উপস্থিত ছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। কাপ হাতে কোচ এরিক টেন হ্যাগের সঙ্গে পোজ দিলেন তিনি।(ছবি:টুইটার)