বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতির নাম মন্দিরা বেদী ও রাজ কৌশল। অনেক বছর প্রেমের পর বিয়ে করেছিলেন তাঁরা। কিন্তু ২০২১ সালে মৃত্যু তাঁদের আলাদা করে দিল।
হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎই প্রয়াণ ঘটে পরিচালক রাজ কৌশলের। স্বামীকে হারিয়ে এক্কেবারে ভেঙে পড়েন মন্দিরা।
স্বামীর মৃত্যুর পর মন্দিরা নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছিলেন। অনেকদিন পর সোশ্যাল মিডিয়ায় ফিরে আসেন তিনি। প্রায়ই স্বামীকে মিস করার পোস্ট শেয়ার করতেন মন্দিরা। হলদে রুলটানা কাগজে লিখতেন মনের কথা।
গত বছর ৩১ জুন প্রয়াত হন রাজ। আজ ফের একটা ৩১ জুন। ৩৬৫ দিন স্বামীকে ছাড়া কাটিয়েছেন অভিনেত্রী। আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, "তোমাকে ছাড়া ৩৬৫ দিন"। সেই সঙ্গে একটা ভেঙে যাওয়া হৃদয়ের ছবি।
মন্দিরা ও তাঁর সন্তানদের একমাত্র আশ্রয় ছিলেন রাজ। তাঁদের ঘিরেই ছিল রাজের জীবন।
রাজের অনুপস্থিতি প্রতি মুহূর্তে টের পান মন্দিরা। সেই সঙ্গে তাঁকে মিস করেন সন্তানরাও।