তবে শেষ মুক্তি পাওয়া কয়েকটি ছবি ঘিরে জল্পনা উঠে তুঙ্গে। একের পর এক ফ্লপের তকমা শাহরুখ খানের গায়ে। তারপরই বেশকিছুটা বিরতি, খানিকটা নিজেকে সরিয়ে নিয়েছিলেন শাহরুখ খান সকলের সামনে থেকে। এরপরই পাঠান ছবি দিয়ে কামব্যাকের পালা।
শাহরুখ খান গৌরী খানের বিষয় ভীষণ সচেতন। বিশেষ করে প্রসঙ্গ যদি হয় ফ্যাশন। গৌরী খানকে তিনি পরামর্শ দিতে কখনও ভোলেন না। গৌরী খান একবার নিজেই এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন যে শাহরুখ খানের একটা বিষয় ভীষণ অপছন্দের।
বাড়িতে কোনও রকমের মিষ্টি ঢুকবে না, জানিয়ে দিয়েছিলেন গৌরী খান। প্রতিবছর আলোয় সেজে ওঠে মন্নত। কিন্তু সেবার আলো জ্বলেনি। তাই এবার সেই চেনা ছবিতেই ফিরবে মন্নত। সম্প্রতি তেমনই জানালেন গৌরী খান।
গৌরী খানের কথায়, এবার মন্নতে থাকছে বিশেষ দিওয়ালি সেলিব্রেশনের ব্যবস্থা। সামনেই শাহরুখ খানের ছবির মুক্তি। আরিয়ানের মাথা থেকে সরে গিয়েছে সমস্ত কলঙ্কের দায়। ফলে আবারও ছন্দে ফেরা খান পরিবারের।
সেই কঠিন অধ্যায় ভুলে তাই আবার ছন্দে ফেরার পথে পরিবার। এখন সেই প্রস্তুতিই তুঙ্গে। ছয় মাসের মাথায় আরিয়ান খানের মাথা থেকে সমস্ত অভিযোগ সরে যায়। তারপর থেকেই পরিবারের ছন্দে ফেরা শুরু।