
অভিনয় জীবনে রয়েছে অনিশ্চয়তা। তাই এখনকার অভিনেতারা অভিনয়ের পাশাপাশি আয়ের জন্য আলাদা ব্যবস্থার কথা ভেবেছেন সময় থাকতেই। আর এখন তাঁরা সফল ব্যবসায়ী। এর মধ্যে অন্যতম নাম রূপালি গঙ্গোপাধ্যায়। তিনি অনুপমা ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন। জনপ্রিয় ধারাবাহিকের নায়িকার নিজস্ব বিজ্ঞাপন সংস্থা রয়েছে। ২০০০ সাল থেকে বাবার সঙ্গে তিনি এই ব্যবসা করছেন।

রণিত রায়। টেলিভিশনের হার্টথ্রব। আজও তাঁর উপর বাজি ধরতে ভয় পান না প্রযোজক-পরিচালক-চ্যানেল। এই মাপের অভিনেতা হয়েও নিজের আলাদা একটা আইডেন্টি তৈরি করেছেন ব্যবসায়ীরূপে। ক্যাটারিংয়ের ব্যবসার সঙ্গে তিনি নিরাপত্তা আর সুরক্ষার সংস্থার মালিক। বলিউডের বহু তারকা তাঁর সংস্থার উপর ভরসা করেন।

করণ কুন্দ্রা বিগ বস বাড়ির শেষ সিজনের সদস্য ছিলেন। সেখানেই তিনি তাঁর ভালবাসা তেজস্বী প্রকাশকে খুঁজে পেয়েছেন। করণ অভিনয়ের পাশাপাশি একটি আন্তর্জাতিক কল সেন্টারের মালিকও।

অর্জুন বিজলানি টেলিভিশনের শুধু পরিচত মুখ নন, হার্টথ্রবও। সম্প্রতি রণবীর কাপুর একটি বিয়্যালিটি শোতে নিজের ছবির প্রচার করতে এসে জানিয়েছেন, অর্জুন এবং তিনি একই ক্লাসে পড়তেন। এমনকী একই ফুটবল টিমের সদস্যও ছিলেন। পানীয় বিপননীর মালিক, সঙ্গে বিসিএল-এর ফ্র্যাঞ্চাইজি মুম্বই টাইগার্সের মালিকও।

সঞ্জীদা শেখ এবং আমির আলি তাঁদের বহু বছরের প্রেম আর বিবাহিত জীবন থেকে আলাদা হয়েছেন সম্প্রতি। অভিনয়ের পাশাপাশি সঞ্জীদার নিজস্ব একটি সালোঁ রয়েছে। তাঁর একমাত্র মেয়ের দায়িত্বও নিজেই নিয়েছেন তিনি।

মোহিত মালিক অভিনেতা হিসেবে দর্শক মন করেন। পাশাপাশি মুম্বইতে নিজস্ব দুটো রেস্তোরাঁ, একটি হোমমেড ক্যাফের মালিক তিনি। এছাড়া একটি ১ বিএইচকে ফ্ল্যাটও রয়েছে মোহিতের।