Bollywood stars cutting fees: বলি-তারকারা নিজের পারিশ্রমিক কমাচ্ছেন, কিন্তু কেন এমন করছেন তাঁরা?

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Sep 01, 2022 | 7:35 PM

Bollywood stars cutting fees: অক্ষয় কুমার, টাইগার শ্রফ, সলমন খানের মতো অনেক অভিনেতাই নিজেদের পারিশ্রমিক কম নিচ্ছেন। কারণগুলো কী তা খুঁজে দেখা যাক।

1 / 7
টাইগার শ্রফকে তাঁর পারিশ্রমিক প্রায় ৫০ শতাংশ কমাতে বলা হয়েছে। এটি ‘গণপথ’ এবং ‘বড়ে মিঞা ছোট মিঞা’ সিনেমার জন্য। মনে করা হচ্ছে প্রযোজকরা যখন মহামারীর কারণে ব্যবসা পুনরুদ্ধার হচ্ছে না তখন এত বেশি অর্থ প্রদান করা বুদ্ধিহীন বলেই ভাবছেন। টাইগার শ্রফও সিনেমায় স্বাক্ষর করার সময় কম টাকায় রাজি হচ্ছেন। বলিউডে যদিও তিনি একা নন, আরও অনেকেই এমন করেছেন বা করছেন। তালিকার উপর নজর দেওয়া যাক...

টাইগার শ্রফকে তাঁর পারিশ্রমিক প্রায় ৫০ শতাংশ কমাতে বলা হয়েছে। এটি ‘গণপথ’ এবং ‘বড়ে মিঞা ছোট মিঞা’ সিনেমার জন্য। মনে করা হচ্ছে প্রযোজকরা যখন মহামারীর কারণে ব্যবসা পুনরুদ্ধার হচ্ছে না তখন এত বেশি অর্থ প্রদান করা বুদ্ধিহীন বলেই ভাবছেন। টাইগার শ্রফও সিনেমায় স্বাক্ষর করার সময় কম টাকায় রাজি হচ্ছেন। বলিউডে যদিও তিনি একা নন, আরও অনেকেই এমন করেছেন বা করছেন। তালিকার উপর নজর দেওয়া যাক...

2 / 7
রণবীর সিং '৮৩ এর জন্য তাঁর পারিশ্রমিকের একটি অংশ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন যখন ছবিটি খারাপ ফল করেছিল বক্স অফিসে। বিশাল বাজেটে  তৈরি করা হয়েছিল ছবিটি। প্রযোজকদের সুবিদ্ধার্থে এটা করেছিলেন তিনি।

রণবীর সিং '৮৩ এর জন্য তাঁর পারিশ্রমিকের একটি অংশ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন যখন ছবিটি খারাপ ফল করেছিল বক্স অফিসে। বিশাল বাজেটে তৈরি করা হয়েছিল ছবিটি। প্রযোজকদের সুবিদ্ধার্থে এটা করেছিলেন তিনি।

3 / 7
কার্তিক আরিয়ান ‘শেহজাদা’ ছবির জন্য ৩৫ কোটি টাকা দাবি করছেন কিন্তু প্রযোজকরা তা দিতে অস্বীকার করেছেন। ফলে কোনও ইনক্রিমেন্ট নেই বলে অভিনেতাও মজা করেছেন। আসলে, কার্তিক আরিয়ান তাঁর সিনেমার জন্য বাজেটের মধ্যে সবকিছু রাখতেই পছন্দ করেন।

কার্তিক আরিয়ান ‘শেহজাদা’ ছবির জন্য ৩৫ কোটি টাকা দাবি করছেন কিন্তু প্রযোজকরা তা দিতে অস্বীকার করেছেন। ফলে কোনও ইনক্রিমেন্ট নেই বলে অভিনেতাও মজা করেছেন। আসলে, কার্তিক আরিয়ান তাঁর সিনেমার জন্য বাজেটের মধ্যে সবকিছু রাখতেই পছন্দ করেন।

4 / 7
শুধু টাইগার নন, অক্ষয় কুমারও ‘বড়ে মিঞা ছোট মিঞা’ ছবির জন্য নিজের পারিশ্রমিক কম করে নিচ্ছেন। প্রযোজকদের নির্দেশে তিনি তাঁর পারিশ্রমিক কমাতে রাজি হয়েছেন। এমনিতেও এই বছর এখনও পর্যন্ত তাঁর অভিনীত কোনও ছবি বক্স অফিসে সাফল্যের মুখ দেখতে পায়নি।

শুধু টাইগার নন, অক্ষয় কুমারও ‘বড়ে মিঞা ছোট মিঞা’ ছবির জন্য নিজের পারিশ্রমিক কম করে নিচ্ছেন। প্রযোজকদের নির্দেশে তিনি তাঁর পারিশ্রমিক কমাতে রাজি হয়েছেন। এমনিতেও এই বছর এখনও পর্যন্ত তাঁর অভিনীত কোনও ছবি বক্স অফিসে সাফল্যের মুখ দেখতে পায়নি।

5 / 7
২০২১ সালের ডিসেম্বরে জানা গেছে যে সলমন খান তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার জন্য তাঁর পারিশ্রমিক ১৫% কমিয়েছেন। তিনি ১৫০ কোটি টাকার পরিবর্তে ১২৫ কোটিতে  সিনেমা করতে রাজি হন। এটি মহামারীর কথা মাথায় রেখেই করা হয়েছিল।

২০২১ সালের ডিসেম্বরে জানা গেছে যে সলমন খান তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার জন্য তাঁর পারিশ্রমিক ১৫% কমিয়েছেন। তিনি ১৫০ কোটি টাকার পরিবর্তে ১২৫ কোটিতে সিনেমা করতে রাজি হন। এটি মহামারীর কথা মাথায় রেখেই করা হয়েছিল।

6 / 7
২০১৭ সালে কিছু ফ্লপের পরে সিদ্ধার্থ মালহোত্রা তাঁর পারিশ্রমিক কমাতে রাজি হন। তিনি বলেন, তিনি আরও কম বাজেটের ছবিতে কাজ করতে চান। তাঁর খারাপ ধারা ২০১৯ সালে ‘মরজাওয়া’ ছবির সঙ্গে শেষ হয়েছিল। তাঁর শেষ মুক্তি পাওয়া ওটিটি ছবি ‘শেরশাহ’ খুবই প্রসংশিত হয়।

২০১৭ সালে কিছু ফ্লপের পরে সিদ্ধার্থ মালহোত্রা তাঁর পারিশ্রমিক কমাতে রাজি হন। তিনি বলেন, তিনি আরও কম বাজেটের ছবিতে কাজ করতে চান। তাঁর খারাপ ধারা ২০১৯ সালে ‘মরজাওয়া’ ছবির সঙ্গে শেষ হয়েছিল। তাঁর শেষ মুক্তি পাওয়া ওটিটি ছবি ‘শেরশাহ’ খুবই প্রসংশিত হয়।

7 / 7
Bollywood stars cutting fees: বলি-তারকারা নিজের পারিশ্রমিক কমাচ্ছেন, কিন্তু কেন এমন করছেন তাঁরা?

Next Photo Gallery