
ভারতীয় চলচ্চিত্র শিল্পের ইতিহাসে অনেক আইকনিক এবং কিংবদন্তি তারকা রয়েছেন। তাঁরা সিনেমায় তাঁদের অপরিসীম অবদানের জন্য স্বীকৃত এবং তরুণ প্রজন্মকে আরও বড় এবং উন্নত হতে অনুপ্রাণিত করেন। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আলিয়া ভাট, রণবীর সিং-এর মতো অভিনেতারা তাঁদের সিনিয়র যেমন দিলীপ কুমার, করিনা কাপুর খান, গোবিন্দকে রোল মডেল হিসাবে দেখেন। তালিকায় রয়েছে আরও একগুচ্ছ নাম।

অমিতাভ বচ্চন বলিউডের মেগাস্টার হিসেবে পরিচিত হতে পারেন কিন্তু তিনি সর্বদা দিলীপ কুমারের অভিনয়, বুদ্ধিমত্তা এবং কথা বলার স্বচ্ছতার অনুরাগী। দুইজনে একসঙ্গে কাজও করেছেন শক্তি ছবিতে।

শুধু অমিতাভ নন, শাহরুখ খানও তাঁর অভিনয়ের জন্য অনুপ্রেরণা পান দিলীপ কুমারের থেকেই। তিনি এই কথা স্বীকার করেছেন বহুবার। দিলীপ কুমারের সঙ্গে তাঁর সম্পর্কও ছিল বেশ ভাল।

আজ প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডেও নিজের একটা জায়গা করেছেন। কিন্তু তিনি বরাবরই অনুরাগী মাধুরী দীক্ষিতের। সেই কথা স্বীকারও করেছেন বিভিন্ন অনুষ্ঠানে। একবার ফিল্মফেয়ারের মঞ্চে তিনি মাধুরীকে ট্রিবিউট দিতে তাঁর অভিনীত ছবির গানে ডান্স করেছিলেন।

আলিয়া ভাট বলিউডের অন্যতম প্রতিভারধর অভিনেত্রী। তবে তাঁর রোল মডেল বরাবরই করিনা কাপুর খান। এখন তিনি তাঁর সম্পর্কে বড় ননদ। তবে রায়বাঘিনী নন, দুইজনের সম্পর্ক খুব মিষ্টি-মধুর।

রণবীর সিং তাঁর অভিনয়, নাচ এবং কমিক দক্ষতা দিয়ে ৯০-এর দশককে মাতিয়ে রাখা গোবিন্দা-কে নিজের রোল মডেল হিসেবে দেখেন। রণবীর প্রায়ই গোবিন্দ এবং তাঁর নাচের নকল করার চেষ্টা করেন এবং দর্শকদের বিনোদন দেওয়ার চেষ্টা করে। দুইজনকে একসঙ্গে মঞ্চে ডান্স করতেও দেখা যায়।

টাইগার শ্রফ প্রায়শই বলে থাকেন যে তিনি হৃতিক রোশনকে কতটা আদর্শ মনে করেন এবং কীভাবে হৃত্বিক তাঁর জন্য একজন অভিনেতা হওয়ার অনুপ্রেরণা হয়ে ওঠেন। টাইগার হৃতিকের সঙ্গে ওয়ার সিনেমায় কাজ করার সুযোগ পান। তাঁর ইচ্ছা পূরণ হয়েছিলে এই ছবি দিয়ে, যা ব্লকবাস্টার সিনেমা হয়।