ISL 2021-22: লাল-হলুদের অনুশীলনে ব্রাজিলিয়ান মার্সেলো
আইএসএলে (ISL) সোমবার এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। আজ অনুশীলনে নেমে পড়লেন লাল-হলুদের নবাগত বিদেশি মার্সেলো রিবেইরো (Marcelo Ribeiro)। ব্রাজিলিয়ান মার্সেলোকে পাওয়ায়, পেরোসেভিচের নির্বাসনের মেয়াদ ফুরানোয় প্রায় পুরো দলই হাতে পাচ্ছেন মারিও রিভেরা (Mario Rivera)।