এতিহাদের বদলা ওল্ড ট্র্যাফোর্ডে নিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। প্রিমিয়ার লিগের ম্যাচে আজ শনিবার ছিল ম্যাঞ্চেস্টার ডার্বি। পিছিয়ে থেকেও শেষ অবধি ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ম্যান ইউ। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)
২০২২ সালের অক্টোবরের ডার্বিতে ৬-৩ ব্যবধানে হেরেছিল ম্যান সিটি (Manchester City)। ফিরতি লেগে ২-১ ব্যবধানে ম্যাঞ্চেস্টার ডার্বিতে জিতেছে এরিক টেন হ্যাগের ছেলেরা। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়েছিল। দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটের মাথায় কেভিন ডি ব্রুইনের পাস থেকে গোল করে ম্যাঞ্চেস্টার সিটিকে এগিয়ে দেন জ্যাক গ্রিলিশ। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)
এর পর ৭৮ মিনিটের মাথায় ক্যাসেমিরোর পাস থেকে গোল করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে সমতায় ফেরান ব্রুনো ফার্নান্ডেজ (Bruno Fernandes)। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)
যদিও ম্যান ইউয়ের প্রথম গোলটি ভিএআরে চেক করা হয়েছিল। তবে তা বাতিল হয়নি। গোলের সিদ্ধান্তে অনড় ছিলেন রেফারি। ফলে সমতা ফেরায় ম্যান ইউ। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)
এরপর ৮২ মিনিটের মাথায়া আলেসান্দ্রো গারনাচোর পাস থেকে ম্যান সিটির জাল কাঁপান মার্কাশ ব়্যাশফোর্ড। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)
২০০৮ সালের এপ্রিলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর মার্কাস ব়্যাশফোর্ড হলেন ম্যান ইউয়ের প্রথম ফুটবলার যিনি, সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৭টি ম্যাচে খেললেন। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)
ম্যান সিটির সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিচ্ছেদের পর, ম্যান ইউ এই প্রথম ম্যাঞ্চেস্টার ডার্বিতে নেমেছিল। এবং শুরুতে পিছিয়ে থেকেও শেষ অবধি জয় ছিনিয়ে নিয়েছে। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড টুইটার)