
পাঁচটি গ্র্যান্ড স্লামজয়ী মারিয়া শারাপোভার (Maria Sharapova) কোল আলো করে এল এক ফুটফুটে রাজপুত্র। পুত্রসন্তানের জন্ম দিলেন টেনিসের সুন্দরী মাশা। (ছবি-মারিয়া শারাপোভা ইন্সটাগ্রাম)

বৃটিশ ব্যবসায়ী আলেকজান্ডার গিলকেসের সঙ্গে সম্পর্কে রয়েছেন শারাপোভা। বাগদত্তা গিলকেস ও সদ্যোজাত পুত্রসন্তানকে নিয়ে ছবি শেয়ার করে সকলকে সুখবর জানিয়েছেন মাশা। শারাপোভা ও গিলকেস তাঁদের প্রথম সন্তানের নাম রেখেছেন থিওডোর। (ছবি-মারিয়া শারাপোভা ইন্সটাগ্রাম)

সদ্যোজাত ছেলেকে কোলে নিয়ে রুশ সুন্দরী ইন্সটাগ্রামে ছবি শেয়ার করেছেন। সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, "থিওডোর VII•I•MMXXII। ও আমাদের ছোট্ট পরিবারের কাছে সব চেয়ে সুন্দর, চ্যালেঞ্জিং এবং মূল্যবান উপহার।" (ছবি-মারিয়া শারাপোভা ইন্সটাগ্রাম)

আলেকজান্ডার গিলকেসের সঙ্গে ২০২০ সালের ডিসেম্বরে বাগদান সেরেছিলেন শারাপোভা। নিজের জন্মদিনে (১৯ এপ্রিল) সকলকে তাঁর প্রথম সন্তান আসার খবর জানিয়েছিলেন মাশা। (ছবি-মারিয়া শারাপোভা ইন্সটাগ্রাম)

সোশ্যাল মিডিয়ায় পুত্রসন্তানের জন্মের খবর জানানোর পর থেকেই শুভেচ্ছাবার্তায় ভাসছেন রুশ টেনিস তারকা মারিয়া শারাপোভা। (ছবি-মারিয়া শারাপোভা ইন্সটাগ্রাম)