TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Mar 07, 2023 | 12:31 AM
মেয়েদের প্রিমিয়র লিগে আলাদা আলাদা দলে খেলছেন এক বিবাহিত দম্পতি। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। রবিবার দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের ম্যাচ ছিল। ম্যাচে আরসিবিকে হারিয়ে দিয়েছে দিল্লি। (ছবি:ইনস্টাগ্রাম)
একজনের চোখ মুখে ম্যাচ জয়ের আনন্দ। অন্যজন হেরে গিয়ে হতাশ। ম্যাচের পর একে অপরের সঙ্গে দেখা করলেন তাঁরা। পোজ দিলেন ক্যামেরার সামনে।(ছবি:ইনস্টাগ্রাম)
কথা হচ্ছে সমকামী কাপল মারিজান ক্যাপ এবং ড্যান ভ্যান নিকার্কের। দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের এই দুই সদস্য সুখী বিবাহিত দম্পতি। (ছবি:ইনস্টাগ্রাম)
মেয়েদের প্রিমিয়র লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলছেন ড্যান ভ্যান নিকার্ক। দিল্লি ক্যাপিটালসের সদস্য তাঁর স্ত্রী মারিজান ক্যাপ। (ছবি:ইনস্টাগ্রাম)
রবিবারের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের প্লেয়িং ইলেভেনে ছিলেন মারিজান ক্যাপ। তবে আরসিবির হয়ে ডব্লিউপিএলে মাঠে নামার সুযোগ হয়নি ড্যান ভ্যান নিকার্কের। (ছবি:ইনস্টাগ্রাম)
এই দুই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ২০১৮ সালে বিয়ে করেন। আইসিসি টুর্নামেন্টে একসঙ্গে খেলা প্রথম বিবাহিত দম্পতি হলেন মারিজান ক্যাপ এবং ড্যান ভ্যান নিকার্ক। (ছবি:ইনস্টাগ্রাম)
বিয়ের পর ২০১৮ সালে আইসিসি টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমবার একসঙ্গে ব্য়াট করেছিলেন ক্যাপ ও নিকার্ক। (ছবি:ইনস্টাগ্রাম)
২০০৯ সালে মাত্র দু'দিনের ব্যবধানে ভ্যান নিকার্ক ও মারিজান ক্যাপের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। (ছবি:ইনস্টাগ্রাম)
এক ম্যাচে দু'জনই নিজেদের ৫০তম আন্তর্জাতিক টি-২০ উইকেট নিয়েছিলেন। (ছবি:ইনস্টাগ্রাম)