Arsenal: ব্রাইটনকে হারিয়ে লিড বাড়াল আর্সেনাল

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 01, 2023 | 11:15 AM

English Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রইল আর্সেনালের। অ্যাওয়ে ম্য়াচে ব্রাইটনকে ৪-২ গোলে হারাল আর্সেনাল। পয়েন্ট টেবলে শীর্ষস্থানে রয়েছে তারা। ব্রাইটনের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয় এবং ম্যাঞ্চেস্টার সিটির পয়েন্ট নষ্ট। দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটির সঙ্গে ব্য়বধান বাড়াল আর্সেনাল।

1 / 6
ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রইল আর্সেনালের। অ্যাওয়ে ম্য়াচে ব্রাইটনকে ৪-২ গোলে হারাল আর্সেনাল। অনবদ্য পারফরম্য়ান্স মিকেল আর্তেতার দলের। পয়েন্ট টেবলে শীর্ষস্থানে রয়েছে তারা। ব্রাইটনের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয় এবং ম্যাঞ্চেস্টার সিটির পয়েন্ট নষ্ট। দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটির সঙ্গে ব্য়বধান বাড়া আর্সেনাল। (ছবি : টুইটার)

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রইল আর্সেনালের। অ্যাওয়ে ম্য়াচে ব্রাইটনকে ৪-২ গোলে হারাল আর্সেনাল। অনবদ্য পারফরম্য়ান্স মিকেল আর্তেতার দলের। পয়েন্ট টেবলে শীর্ষস্থানে রয়েছে তারা। ব্রাইটনের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয় এবং ম্যাঞ্চেস্টার সিটির পয়েন্ট নষ্ট। দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটির সঙ্গে ব্য়বধান বাড়া আর্সেনাল। (ছবি : টুইটার)

2 / 6
ব্রাইটনের বিরুদ্ধে ম্যাচ শুরুর মাত্র ৬৬ সেকেন্ডেই লিড নেয় আর্সেনাল। দলকে এগিয়ে দেন আর্সেনালের তরুণ স্ট্রাইকার বুকায়ো সাকা। ২০১৩ সালের পর আর্সেনালের হয়ে এটিই দ্রুততম অ্য়াওয়ে গোল। (ছবি : এএফপি)

ব্রাইটনের বিরুদ্ধে ম্যাচ শুরুর মাত্র ৬৬ সেকেন্ডেই লিড নেয় আর্সেনাল। দলকে এগিয়ে দেন আর্সেনালের তরুণ স্ট্রাইকার বুকায়ো সাকা। ২০১৩ সালের পর আর্সেনালের হয়ে এটিই দ্রুততম অ্য়াওয়ে গোল। (ছবি : এএফপি)

3 / 6
ম্যাচের ৩৯ মিনিটে আর্সেনালের পক্ষে স্কোরলাইন ২-০ করেন মার্টিন ওডেগার্ড। প্রথমার্ধেই ২-০ এগিয়ে আর্সেনাল। স্বস্তি নিয়েই বিরতিতে যায় টেবল টপাররা। (ছবি : এএফপি/টুইটার)

ম্যাচের ৩৯ মিনিটে আর্সেনালের পক্ষে স্কোরলাইন ২-০ করেন মার্টিন ওডেগার্ড। প্রথমার্ধেই ২-০ এগিয়ে আর্সেনাল। স্বস্তি নিয়েই বিরতিতে যায় টেবল টপাররা। (ছবি : এএফপি/টুইটার)

4 / 6
বিরতির পরও আর্সেনাল যেন একই ছন্দে। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মাত্র ২ মিনিটেই গোল এডি এনকেতিয়ার। ৩-০ এগিয়ে যেতেই আর্সেনাল রক্ষণে যেন আত্মতুষ্টি ঘিরে ধরে। তার খেসারতও দিতে হল। (ছবি : এএফপি/টুইটার)

বিরতির পরও আর্সেনাল যেন একই ছন্দে। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মাত্র ২ মিনিটেই গোল এডি এনকেতিয়ার। ৩-০ এগিয়ে যেতেই আর্সেনাল রক্ষণে যেন আত্মতুষ্টি ঘিরে ধরে। তার খেসারতও দিতে হল। (ছবি : এএফপি/টুইটার)

5 / 6
ম্যাচের ৬৫ মিনিটে ব্রাইটনের হয়ে ব্যবধান কমান ব্রাইটনের জাপানি ফুটবলার কাওরু মিতোমা। এক গোল শোধ করার পর আরও মরিয়া চেষ্টা করে তারা। এতে হাতে বিপরীতই হয়। (ছবি : এএফপি/টুইটার)

ম্যাচের ৬৫ মিনিটে ব্রাইটনের হয়ে ব্যবধান কমান ব্রাইটনের জাপানি ফুটবলার কাওরু মিতোমা। এক গোল শোধ করার পর আরও মরিয়া চেষ্টা করে তারা। এতে হাতে বিপরীতই হয়। (ছবি : এএফপি/টুইটার)

6 / 6
ম্যাচের ৭১ মিনিটে আর্সেনালের হয়ে আরও একটি গোল ব্রাজিলিয়ান মিডফিল্ডার গ্য়াব্রিয়েল মার্তিনেলির। ৬ মিনিটে ব্য়বধানে এভান ফার্গুসনের গোলে ফের ম্য়াচ জমে যায়। স্কোর দাঁড়ায় আর্সেনালের পক্ষে ৪-২। শেষ অবধি এই স্কোরেই ম্যাচ শেষ হয়। পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটির চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে আর্সেনাল। (ছবি : এএফপি/টুইটার)

ম্যাচের ৭১ মিনিটে আর্সেনালের হয়ে আরও একটি গোল ব্রাজিলিয়ান মিডফিল্ডার গ্য়াব্রিয়েল মার্তিনেলির। ৬ মিনিটে ব্য়বধানে এভান ফার্গুসনের গোলে ফের ম্য়াচ জমে যায়। স্কোর দাঁড়ায় আর্সেনালের পক্ষে ৪-২। শেষ অবধি এই স্কোরেই ম্যাচ শেষ হয়। পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটির চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে আর্সেনাল। (ছবি : এএফপি/টুইটার)

Next Photo Gallery