বছর তেইশের ইংল্যান্ডের তারকা ফুটবলার মেসন মাউন্টের সঙ্গে তাঁর দীর্ঘদিনের প্রেমিকা কোল উইলেন্স ওয়াটসের বিচ্ছেদ হয়ে গিয়েছে। ২০২২ সালের অক্টোবরে তাঁরা সম্পর্কে ইতি টানেন। (ছবি-কোল উইলেন্স ওয়াটস ইন্সটাগ্রাম)
তারপর চেলসির তারকা মিডফিল্ডার মেসন মাউন্ট কাতার বিশ্বকাপে খেলতে গিয়েছিলেন। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ২-১ ব্যবধানে হেরে থ্রি লায়ন্সদের বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়। (ছবি-মেসন মাউন্ট ইন্সটাগ্রাম)
কাতার বিশ্বকাপ থেকে ফিরে ক্লাব ফুটবলে ফিরেছেন মেসন। চেলসি দলে যোগ দিয়েছেন মেসন মাউন্ট। তাঁর প্রাক্তন বান্ধবী কোল উইলেন্স ওয়াটস (Chloe Wealleans-Watts) একজন পপ তারকা। তিনি গার্ল ব্যান্ড ৩০৩ -তে গান করেন। পাশাপাশি তিনি একটি নামকরা সংস্থায় মডেলিংও করেন। (ছবি-মেসন মাউন্ট ইন্সটাগ্রাম)
এরই মাঝে শোনা গিয়েছে, তিনি একটি ডেটিং অ্যাপে প্রেমিকা খুঁজছেন। মেসনের প্রাক্তন বান্ধবী সুন্দরী কোল উইলেন্স ওয়াটস একজন পপ তারকা। তাঁর সঙ্গে মেসন মোট ৫ বছর সম্পর্কে ছিলেন। গত বছরের শেষে মেসনকে তাঁর সঙ্গে কোলের বিচ্ছেদের ব্যপারে প্রশ্ন করা হলে তিনি জানিয়ে দেন, ফুটবলই তাঁর কাছে সব কিছু। (ছবি-কোল উইলেন্স ওয়াটস ইন্সটাগ্রাম)
ইংল্যান্ডের পোস্টার বয় মেসন মাউন্ট মাঠে যেমন চমক দেখান, মাঠের বাইরেও তেমন চমক দেখান। মাঝে মধ্যেই মেসন ডিজাইনার পোশাকে ছবি শেয়ার করে থাকেন ইন্সটাগ্রামে। (ছবি-মেসন মাউন্ট ইন্সটাগ্রাম)
সূত্রের খবর অনুযায়ী, মেসন জানান তাঁর কাছে ফুটবলই সব। এরই মধ্যে মেসন চান, তাঁর জীবনে সঠিক মহিলা আসুক। (ছবি-মেসন মাউন্ট ইন্সটাগ্রাম)
জানা গিয়েছে, এ তালিকার অ্যাপ রায়াতে 'প্রেমিকা' খুঁজছেন চেলসির তারকা। তবে এ বার তাড়াহুড়ো করতে চান না মেসন। সময় নিয়ে সঠিক পার্টনার খুঁজতে চান। তার শুরুটা তিনি রায়া ডেটিং অ্যাপেই করছেন। (ছবি-মেসন মাউন্ট ইন্সটাগ্রাম)