Bangla News Photo gallery Mason Mount 'looking for love on A list dating app Raya' after splitting from model Chloe Wealleans Watts
Dating App: ডেটিং অ্যাপে ‘প্রেমিকা’ খুঁজছেন ইংল্য়ান্ডের ফুটবলার!
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jan 05, 2023 | 8:00 AM
Mason Mount: মাস কয়েক আগে প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ হয়েছে। তারপর কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) খেলে এসেছেন ইংল্যান্ডের এই তারকা ফুটবলার। বর্তমানে শোনা যাচ্ছে তিনি এক ডেটিং অ্যাপে প্রেমিকা খুঁজছেন। কথা হচ্ছে মেসন মাউন্টকে (Mason Mount) নিয়ে।
1 / 7
বছর তেইশের ইংল্যান্ডের তারকা ফুটবলার মেসন মাউন্টের সঙ্গে তাঁর দীর্ঘদিনের প্রেমিকা কোল উইলেন্স ওয়াটসের বিচ্ছেদ হয়ে গিয়েছে। ২০২২ সালের অক্টোবরে তাঁরা সম্পর্কে ইতি টানেন। (ছবি-কোল উইলেন্স ওয়াটস ইন্সটাগ্রাম)
2 / 7
তারপর চেলসির তারকা মিডফিল্ডার মেসন মাউন্ট কাতার বিশ্বকাপে খেলতে গিয়েছিলেন। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ২-১ ব্যবধানে হেরে থ্রি লায়ন্সদের বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়। (ছবি-মেসন মাউন্ট ইন্সটাগ্রাম)
3 / 7
কাতার বিশ্বকাপ থেকে ফিরে ক্লাব ফুটবলে ফিরেছেন মেসন। চেলসি দলে যোগ দিয়েছেন মেসন মাউন্ট। তাঁর প্রাক্তন বান্ধবী কোল উইলেন্স ওয়াটস (Chloe Wealleans-Watts) একজন পপ তারকা। তিনি গার্ল ব্যান্ড ৩০৩ -তে গান করেন। পাশাপাশি তিনি একটি নামকরা সংস্থায় মডেলিংও করেন। (ছবি-মেসন মাউন্ট ইন্সটাগ্রাম)
4 / 7
এরই মাঝে শোনা গিয়েছে, তিনি একটি ডেটিং অ্যাপে প্রেমিকা খুঁজছেন। মেসনের প্রাক্তন বান্ধবী সুন্দরী কোল উইলেন্স ওয়াটস একজন পপ তারকা। তাঁর সঙ্গে মেসন মোট ৫ বছর সম্পর্কে ছিলেন। গত বছরের শেষে মেসনকে তাঁর সঙ্গে কোলের বিচ্ছেদের ব্যপারে প্রশ্ন করা হলে তিনি জানিয়ে দেন, ফুটবলই তাঁর কাছে সব কিছু। (ছবি-কোল উইলেন্স ওয়াটস ইন্সটাগ্রাম)
5 / 7
ইংল্যান্ডের পোস্টার বয় মেসন মাউন্ট মাঠে যেমন চমক দেখান, মাঠের বাইরেও তেমন চমক দেখান। মাঝে মধ্যেই মেসন ডিজাইনার পোশাকে ছবি শেয়ার করে থাকেন ইন্সটাগ্রামে। (ছবি-মেসন মাউন্ট ইন্সটাগ্রাম)
6 / 7
সূত্রের খবর অনুযায়ী, মেসন জানান তাঁর কাছে ফুটবলই সব। এরই মধ্যে মেসন চান, তাঁর জীবনে সঠিক মহিলা আসুক। (ছবি-মেসন মাউন্ট ইন্সটাগ্রাম)
7 / 7
জানা গিয়েছে, এ তালিকার অ্যাপ রায়াতে 'প্রেমিকা' খুঁজছেন চেলসির তারকা। তবে এ বার তাড়াহুড়ো করতে চান না মেসন। সময় নিয়ে সঠিক পার্টনার খুঁজতে চান। তার শুরুটা তিনি রায়া ডেটিং অ্যাপেই করছেন। (ছবি-মেসন মাউন্ট ইন্সটাগ্রাম)