Skin car: স্ক্রাবিং থেকে ট্যানিং, ত্বকের দাগ তুলতে দারুণ কাজ করে মুসুর ডাল!

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

May 11, 2022 | 12:13 PM

Masoor Dal For skin care: মুসুর ডালে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন। আর তাই রোজ নিয়ম করে খেতে পারলে খুবই ভাল। ওজন কমাতে যেমন সীহায্য করে তেমনই ত্বকের জেল্লা ফেরাতেও ভীষণ ভাবে কার্যকরী

1 / 5
সামান্য পেঁয়াজ, লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে বানাতে পারলেই চমৎকার খেতে লাগে এই ডাল। গরমের দিনে শরীরের জন্য খুবই উপকারী গল মুসুর ডাল। রূপচর্চাতেও কিন্তু দারুণ ভাবে কাজে লাগানো যায় এই ডালকে। দাগ-ছোপ তুলতে মুসুর ডালের জুড়ি মেলা ভার।

সামান্য পেঁয়াজ, লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে বানাতে পারলেই চমৎকার খেতে লাগে এই ডাল। গরমের দিনে শরীরের জন্য খুবই উপকারী গল মুসুর ডাল। রূপচর্চাতেও কিন্তু দারুণ ভাবে কাজে লাগানো যায় এই ডালকে। দাগ-ছোপ তুলতে মুসুর ডালের জুড়ি মেলা ভার।

2 / 5
আগেকার দিনে এর প্রসাধনী দ্রব্যের চল ছিল নায ত্বক পরিচর্চায় তাই কাজে লাগানো হত ঘরে মজুত উপকরণকেই। দুধের সর, কাঁচা দুধ, হলুদ, মধু আর মুসুরডাল দিয়েই মেয়েরা রূপচর্চা করত। আর ঘরোয়া রূপটানেই তাঁদের ত্বক থাকত ঝকঝকে চকচকে।

আগেকার দিনে এর প্রসাধনী দ্রব্যের চল ছিল নায ত্বক পরিচর্চায় তাই কাজে লাগানো হত ঘরে মজুত উপকরণকেই। দুধের সর, কাঁচা দুধ, হলুদ, মধু আর মুসুরডাল দিয়েই মেয়েরা রূপচর্চা করত। আর ঘরোয়া রূপটানেই তাঁদের ত্বক থাকত ঝকঝকে চকচকে।

3 / 5
সকালে উঠে একটা বাটিতে এক চামচ মুসুর ডাল নিয়ে ভিজিয়ে রাখুন ১০ মিনিট। এপার তা ভাল করে বেটে নিন। এর সঙ্গে কফি গুঁড়ো, মধু, বেসন আর হলুদ মিশিয়ে মুখে লাগান। উপরার পাবেন।

সকালে উঠে একটা বাটিতে এক চামচ মুসুর ডাল নিয়ে ভিজিয়ে রাখুন ১০ মিনিট। এপার তা ভাল করে বেটে নিন। এর সঙ্গে কফি গুঁড়ো, মধু, বেসন আর হলুদ মিশিয়ে মুখে লাগান। উপরার পাবেন।

4 / 5
মুখে মেচেতার দাগ, অ্যাকনের সমস্যা? এক্ষেত্রেও কিন্তু উপকারী মুসুর ডাল। মুসুর ডাল বেটে নিয়ে ওর সঙ্গে কাঁচা দুধ আর গোলাপ জল মিশিয়ে লাগান ১০ দিন। দেখবেন দাগ অনেক হালকা হয়েছে।

মুখে মেচেতার দাগ, অ্যাকনের সমস্যা? এক্ষেত্রেও কিন্তু উপকারী মুসুর ডাল। মুসুর ডাল বেটে নিয়ে ওর সঙ্গে কাঁচা দুধ আর গোলাপ জল মিশিয়ে লাগান ১০ দিন। দেখবেন দাগ অনেক হালকা হয়েছে।

5 / 5
মুসুর ডাল, টকদই, বেসন, হলুদ গুঁড়ো একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এবার তা মুখে লাগিয়ে রাখুন ১০ মিনিট। ইষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

মুসুর ডাল, টকদই, বেসন, হলুদ গুঁড়ো একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এবার তা মুখে লাগিয়ে রাখুন ১০ মিনিট। ইষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

Next Photo Gallery