
আরিয়ান খান

অনন্যা পাণ্ডে- আরিয়ানের বোন সুহানার প্রিয় বন্ধু চ্যাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা। সেই সূত্রে আরিয়ানের সঙ্গেও গভীর বন্ধুত্ব। এই মাদক মামলায় জেরার মুখে পড়তে হয়েছে অনন্যাকেও।

নভ্যা নভেলি নন্দা- কয়েক বছর আগেও গুঞ্জন ছিল, আরিয়ান এবং অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নাকি প্রেম করছেন। পরে তাঁদের পরিবারের তরফে জানানো হয়, তাঁরা শুধুই ভাল বন্ধু।

অগস্ত্য নন্দা- নভ্যার সঙ্গে বন্ধুত্বের সূত্রেই তাঁর ভাই অগস্ত্যর সঙ্গে আরিয়ানের ভাল বন্ধুত্ব রয়েছে।

শনায়া কাপুর- সঞ্জয় কাপুরের মেয়ে শনায়া আরিয়ান এবং সুহানার ভাল বন্ধু।

সারা আলি খান- করণ জোহরের জন্মদিনে একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছিলেন আরিয়ান এবং সারা। তাঁদের মধ্যেও বন্ধুত্ব রয়েছে শোনা যায়।

ইব্রাহিম আলি খান- সারার ভাই ইব্রাহিমের জন্মদিনে আরিয়ানের উপস্থিতি তাঁদের বন্ধুত্বেরই ইঙ্গিতবাহী।