Bunty Aur Babli 2: ‘বান্টি অউর বাবলি ২’র নবাগতা শারভরি ওয়াগের আসল পরিচয় জানেন?
TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য
Oct 27, 2021 | 4:29 PM
Bunty Aur Babli 2: শারভরির বাবা শৈলেশ ওয়াগ একজন বিল্ডার। তাঁর মা নম্রতা এবং বোন কস্তুরি আর্কিটেক্ট। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর যোশী তাঁর মায়ের বাবা।
1 / 7
শারভরি ওয়াগ। বলিউডের নবাগতা অভিনেত্রী। আসন্ন ‘বান্টি অউর বাবলি ২’ ছবিতে অভিনয় করেছেন তিনি। ব্যক্তিগত সম্পর্কে তিনি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর যোশীর নাতনি।
2 / 7
রানি মুখোপাধ্যায়, সইফ আলি খানের মতো সিনিয়র শিল্পী, সিদ্ধান্ত চতুর্বেদীর মতো পরিচিত শিল্পীদের পাশে শারভরি একেবারে নতুন। তাঁর বিকিনি লুক নিয়ে ইতিমধ্যেই চর্চা চলছে বিভিন্ন মহলে।
3 / 7
১৯৯৬-এ জন্ম শারভরির। মুম্বইয়ের দ্য দাদর পার্সি ইয়ুথস অ্যাসেম্বলি হাইস্কুল থেকে পড়াশোনা করেছেন তিনি। মুম্বইয়ের রূপারেল কলেজ থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেন।
4 / 7
শারভরির বাবা শৈলেশ ওয়াগ একজন বিল্ডার। তাঁর মা নম্রতা এবং বোন কস্তুরি আর্কিটেক্ট। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর যোশী তাঁর মায়ের বাবা।
5 / 7
১৬ বছর বয়সে শারভরি মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন। বিভিন্ন বিজ্ঞাপনে তিনি ইতিমধ্যেই কাজ করেছেন।
6 / 7
অভিনয় শুরুর আগে জেফ গোল্ডবার্গ স্টুডিও থেকে শারভরি নয় মাসের একটি অভিনয় শিক্ক্ষার কোর্স করেন। থিয়েটারে অভিনয় করেন তিনি।
7 / 7
‘প্যায়ার কা পঞ্চনামা ২’, ‘বাজিরাও মস্তানি’, ‘সোনু কে টিটু কি সুইটি’র মতো ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন শারভরি।