FIFA World Cup 2022: গাকপোর ছায়া সঙ্গীকে চেনেন?

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Dec 06, 2022 | 8:00 AM

কাতারের পর খুব সম্ভবত ডাচ উইঙ্গার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগদান করতে চলেছেন।তাঁর কাছে একাধিক প্রস্তাব থাকলেও সম্প্রতি ম্যান ইউ কোচ এরিক টেন হ্যাগের সঙ্গে দেখা গেছে তাঁকে।

1 / 5
কাতার বিশ্বকাপে কোডি গাকপোর পারফরম্যান্স এখনও পর্যন্ত দুর্দান্ত। ৪ ম্যাচে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ৩ বার। ছবি: টুইটার

কাতার বিশ্বকাপে কোডি গাকপোর পারফরম্যান্স এখনও পর্যন্ত দুর্দান্ত। ৪ ম্যাচে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ৩ বার। ছবি: টুইটার

2 / 5
গাকপোর সমর্থনে কাতারে পৌঁছেছেন তাঁর সুন্দরী বান্ধবী নোয়া ভ্যান ডার বিজ। ২০২০ থেকে একসঙ্গে রয়েছেন তাঁরা। ছবি: টুইটার

গাকপোর সমর্থনে কাতারে পৌঁছেছেন তাঁর সুন্দরী বান্ধবী নোয়া ভ্যান ডার বিজ। ২০২০ থেকে একসঙ্গে রয়েছেন তাঁরা। ছবি: টুইটার

3 / 5
২৩ বছরের গাকপোর সঙ্গী নোয়া সোশ্যাল মিডিয়ার বেশ চেনা মুখ। ইনস্টাগ্রামে ১৭ হাজার ফলোয়ার তাঁর।পেশায় একজন বুকার। ক্যাচেট মডেলসের হয়ে কাজ করেন তিনি। ছবি: টুইটার

২৩ বছরের গাকপোর সঙ্গী নোয়া সোশ্যাল মিডিয়ার বেশ চেনা মুখ। ইনস্টাগ্রামে ১৭ হাজার ফলোয়ার তাঁর।পেশায় একজন বুকার। ক্যাচেট মডেলসের হয়ে কাজ করেন তিনি। ছবি: টুইটার

4 / 5
বেশ বিলাসবহুল জীবনযাপন করেন নোয়া। প্রায়ই দামি রেস্তোরাঁ, হোটেলে দেখা যায় তাঁকে। কাতারে পৌঁছে নেদারল্যান্ডসের গ্যালারি আলো করে রয়েছেন। ছবি: টুইটার

বেশ বিলাসবহুল জীবনযাপন করেন নোয়া। প্রায়ই দামি রেস্তোরাঁ, হোটেলে দেখা যায় তাঁকে। কাতারে পৌঁছে নেদারল্যান্ডসের গ্যালারি আলো করে রয়েছেন। ছবি: টুইটার

5 / 5
কাতারের পর খুব সম্ভবত ডাচ উইঙ্গার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগদান করতে চলেছেন।তাঁর কাছে একাধিক প্রস্তাব থাকলেও সম্প্রতি ম্যান ইউ কোচ এরিক টেন হ্যাগের সঙ্গে দেখা গেছে তাঁকে। অনুমান করা হচ্ছে জানুয়ারিতেই ম্যাঞ্চেস্টারে যোগ দেবেন গাকপো। তবে একা যাচ্ছেন না ইংল্যান্ডে। সঙ্গে থাকবেন বান্ধবী নোয়াও। ছবি: টুইটার

কাতারের পর খুব সম্ভবত ডাচ উইঙ্গার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগদান করতে চলেছেন।তাঁর কাছে একাধিক প্রস্তাব থাকলেও সম্প্রতি ম্যান ইউ কোচ এরিক টেন হ্যাগের সঙ্গে দেখা গেছে তাঁকে। অনুমান করা হচ্ছে জানুয়ারিতেই ম্যাঞ্চেস্টারে যোগ দেবেন গাকপো। তবে একা যাচ্ছেন না ইংল্যান্ডে। সঙ্গে থাকবেন বান্ধবী নোয়াও। ছবি: টুইটার

Next Photo Gallery