UPSC Aspirants: ইউপিএসসিই যেন জীবন, পরপর তিনবার সিভিল সার্ভিসে সফল কার্তিক জীবনী

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Sep 29, 2021 | 9:20 PM

UPSC Civil Service, প্রত্যেক বছর সরকারি আমলা হওয়ার স্বপ্নে বুঁদ হয়ে অনেকেই এই পরীক্ষার প্রস্তুতি শুরু করেন। কিন্তু দেশের কঠিনতম পরীক্ষা বলে কথা সহজে কী আর পাশ করা যায়? মাঝ পথেই থেমে যেতে হয় অনেককেই

1 / 5
প্রশাসনের শীর্ষ কর্তা হিসেবে সরকারি কাজের গুরু দায়িত্ব, নজরকাড়া বেতনের সঙ্গে সামাজিক স্বীকৃতি এই প্রলোভন গুলোই যথেষ্ট ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) পরিচালিত সিভিল সার্ভিস পরীক্ষায় (Civil Service Examination) বসার জন্য। প্রত্যেক বছর সরকারি আমলা হওয়ার স্বপ্নে বুঁদ হয়ে অনেকেই এই পরীক্ষার প্রস্তুতি শুরু করেন। কিন্তু দেশের কঠিনতম পরীক্ষা বলে কথা সহজে কী আর পাশ করা যায়? মাঝ পথেই থেমে যেতে হয় অনেককেই। কেউ কেউ আবার বেশ কয়েকবার পরীক্ষা দিয়ে সফল হন। কিন্তু পর পর তিনবার এই কঠিন পরীক্ষায় সফল হয়েছেন, এমন নজির খুব কমই রয়েছে। গুজরাটের সুরাতে জন্মানো কার্তিক জীবন (Kartik Jivan) কিন্তু পরপর তিনবার সফল হয়েছেন এই পরীক্ষায়। ছবি টুইটার

প্রশাসনের শীর্ষ কর্তা হিসেবে সরকারি কাজের গুরু দায়িত্ব, নজরকাড়া বেতনের সঙ্গে সামাজিক স্বীকৃতি এই প্রলোভন গুলোই যথেষ্ট ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) পরিচালিত সিভিল সার্ভিস পরীক্ষায় (Civil Service Examination) বসার জন্য। প্রত্যেক বছর সরকারি আমলা হওয়ার স্বপ্নে বুঁদ হয়ে অনেকেই এই পরীক্ষার প্রস্তুতি শুরু করেন। কিন্তু দেশের কঠিনতম পরীক্ষা বলে কথা সহজে কী আর পাশ করা যায়? মাঝ পথেই থেমে যেতে হয় অনেককেই। কেউ কেউ আবার বেশ কয়েকবার পরীক্ষা দিয়ে সফল হন। কিন্তু পর পর তিনবার এই কঠিন পরীক্ষায় সফল হয়েছেন, এমন নজির খুব কমই রয়েছে। গুজরাটের সুরাতে জন্মানো কার্তিক জীবন (Kartik Jivan) কিন্তু পরপর তিনবার সফল হয়েছেন এই পরীক্ষায়। ছবি টুইটার

2 / 5
বরাবরই মেধাবী ছাত্র কার্তিক দ্বাদশ শ্রেণী পাশ করে আইআইটি মুম্বইতে (IIT Mumbai) ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ভর্তি হন। স্নাতকের চতুর্থ বর্ষে তিনি সিদ্ধান্ত নেন পেশা হিসেবে তিনি সিভিল সার্ভিসকে বেছে নেবেন। ২০১৬ সাল থেকে শুরু হয় পরীক্ষার প্রস্তুতি। ছবি টুইটার

বরাবরই মেধাবী ছাত্র কার্তিক দ্বাদশ শ্রেণী পাশ করে আইআইটি মুম্বইতে (IIT Mumbai) ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ভর্তি হন। স্নাতকের চতুর্থ বর্ষে তিনি সিদ্ধান্ত নেন পেশা হিসেবে তিনি সিভিল সার্ভিসকে বেছে নেবেন। ২০১৬ সাল থেকে শুরু হয় পরীক্ষার প্রস্তুতি। ছবি টুইটার

3 / 5
নিজের প্রথম সুযোগে ২০১৭ ব্যর্থ হন কার্তিক। কিন্তু দ্বিতীয় চেষ্টাতেই বাজিমাত। ২০১৮ সালের পরীক্ষায় ক্রমতালিকাতে ৯৪ নম্বরে আসে কার্তিকের নাম। সুযোগ পেয়ে যান ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (Indian Police Service) জয়েন করার।  ছবি টুইটার

নিজের প্রথম সুযোগে ২০১৭ ব্যর্থ হন কার্তিক। কিন্তু দ্বিতীয় চেষ্টাতেই বাজিমাত। ২০১৮ সালের পরীক্ষায় ক্রমতালিকাতে ৯৪ নম্বরে আসে কার্তিকের নাম। সুযোগ পেয়ে যান ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (Indian Police Service) জয়েন করার। ছবি টুইটার

4 / 5
কিন্তু আমলা হওয়ার স্বপ্ন তিনি ছেড়ে দেননি। পুলিশ সার্ভিসের প্রশিক্ষণের সঙ্গে আবার শুরু হয় আইএএস  অফিসার (IAS Officer) হওয়ার প্রস্তুতি । ২০১৯ এর ফলাফলে ক্রমতালিকাতে ৯৪ নম্বরে আসে কার্তিকের নাম। কিন্তু এবারও অধরা থেকে যায় আইএএস  অফিসার হওয়ার স্বপ্ন।  ছবি টুইটার

কিন্তু আমলা হওয়ার স্বপ্ন তিনি ছেড়ে দেননি। পুলিশ সার্ভিসের প্রশিক্ষণের সঙ্গে আবার শুরু হয় আইএএস অফিসার (IAS Officer) হওয়ার প্রস্তুতি । ২০১৯ এর ফলাফলে ক্রমতালিকাতে ৯৪ নম্বরে আসে কার্তিকের নাম। কিন্তু এবারও অধরা থেকে যায় আইএএস অফিসার হওয়ার স্বপ্ন। ছবি টুইটার

5 / 5
২০২০ সালের পরীক্ষায় আসে সফলতা। আইএএস  অফিসার হওয়ার জন্য নির্বাচিত হন কার্তিক জীবনী। তাঁর বাবার থেকে জানা গিয়েছে পড়ার জন্য মাত্র ১৫ দিনের ছুটি পেয়েছিলেন তিনি, আর তাতেই বাজিমাত। ছবি টুইটার

২০২০ সালের পরীক্ষায় আসে সফলতা। আইএএস অফিসার হওয়ার জন্য নির্বাচিত হন কার্তিক জীবনী। তাঁর বাবার থেকে জানা গিয়েছে পড়ার জন্য মাত্র ১৫ দিনের ছুটি পেয়েছিলেন তিনি, আর তাতেই বাজিমাত। ছবি টুইটার

Next Photo Gallery