Bangla NewsPhoto gallery Meet Miss Universe's First Plus Size Model Jane Dipika Garrett who won Miss Nepal Too
Jane Dipika Garrett: হাজার হাজার যুবকের বুকে ঝড় তুলছেন নেপালের দীপিকা
Miss Nepal: মহিলাদের স্বাস্থ্য ও বডি-পজিটিভিটি নিয়ে প্রচার করেন জেন। মিস নেপাল খেতাব জেতার পর জেন দীপিকা বলেন, "গোলগাল মহিলারা, যারা তথাকথিত সৌন্দর্য্যের মাপকাঠিতে আসেন না, তাঁদের হয়েই প্রতিনিধিত্ব করছি। মহিলারা যারা ওজন বৃদ্ধি ও হরমোনের সমস্যা নিয়ে ভোগেন, তাঁদের হয়েই প্রতিনিধিত্ব করছি আমি"।