Bangla NewsPhoto gallery Meet the KKR fan Aarti Bedi who became famous during IPL 2022 match against DC in Mumbai
IPL 2022: কেকেআরের এই ফ্যানগার্লকে চেনেন? রাতারাতি হুড়মুড়িয়ে বেড়েছে এই সুন্দরীর ইন্সটাগ্রাম ফলোয়ার
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Apr 11, 2022 | 4:44 PM
আইপিএলের (IPL) ম্যাচ চলাকালীন গ্যালারিতে গলা ফাটান একাধিক সমর্থক। তাদের মধ্যেই মাঝে মধ্যে কেউ কেউ চলে আসেন লাইমলাইটে। যেমনটা এলেন আরতি বেদী (Aarti Bedi)। রবিবার কেকেআর বনাম দিল্লির ম্যাচে নাইটদের জন্য গলা ফাটাচ্ছিলেন আরতি। আর ক্যামেরায় ধরা পড়েছিল গ্যালারিতে সাদা টপ পরে থাকা আরতির ছবি। ব্যাস রাতারাতি তাঁর ইন্সটাগ্রাম ফলোয়ার হুড়মুড়িয়ে বেড়ে গিয়েছে। নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলে দিয়েছেন এই সুন্দরী।
Ad
1 / 5
নেটদুনিয়ায় এখন একটাই প্রশ্ন কে এই সুন্দরী কেকেআর সমর্থক। ইনি হলেন আরতি বেদী (Aarti Bedi)। পেশায় তিনি অভিনেত্রী।
2 / 5
আরতির এই সাদা টপ পরা ছবিই রবিবারের কেকেআর বনাম দিল্লির আইপিএল ম্যাচ চলাকালীন টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েছিল।
3 / 5
আরতি যে কেকেআরের সমর্থক তা তাঁর ইন্সটা স্টোরি দেখেই পরিষ্কার।
4 / 5
সুন্দরী আরতি বিজ্ঞাপন জগতের অতি পরিচিত মুখ। কখনও আইসিআইসিআই ব্যাঙ্ক, কখনও বা ভিএলসিসি, ওয়াইল্ডস্টোন, সেন্টার ফ্রেশের অ্যাডে তাঁকে দেখা গিয়েছে।
5 / 5
অভিনয়ের পাশাপাশি আরতি নাচতেও ভালোবাসেন। এবং বেড়ানোও তাঁর বিশেষ পছন্দের।