
সিঙ্গাপুরের জাতীয় দলে খেলা অলরাউন্ডার টিম ডেভিডকে (Tim David) মরুশহরে এ বারের আইপিএলের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) দলে নিয়েছে। (সৌজন্যে-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টুইটার)

শ্রীলঙ্কার দুই ক্রিকেটারকে মরুশহরের আইপিএলের জন্য দলে নিয়েছে বিরাট কোহলির আরসিবি। এই দুই লঙ্কান ক্রিকেটার হলেন ভানিন্দু হাসারঙ্গা (Wanindu Hasaranga) ও দুশমন্ত চামিরা (Dushmantha Chameera)। (সৌজন্যে-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টুইটার)

ইংল্যান্ডের সাসেক্স কাউন্টি ক্লাবের হয়ে খেলা জর্জ গার্টনকে (George Garton) নিজেদের দলে নিয়েছে বিরাটের আরসিবি (Royal Challengers Bangalore)। (সৌজন্যে-সাসেক্স কাউন্টি ক্রিকেট টুইটার)

সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এ বারের আইপিএলের জন্য ইংল্যান্ডের হয়ে খেলা লিয়াম লিভিংস্টোনকে (Liam Livingstone) তাঁদের দলে নিয়েছে। (সৌজন্যে-রাজস্থান রয়্যালস টুইটার)

নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্রিন ফিলিপকে (Glenn Phillips) নিজেদের দলে নিয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। (সৌজন্যে-নিউজিল্যান্ড ক্রিকেট টুইটার)

নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্রিন ফিলিপকে (Glenn Phillips) নিজেদের দলে নিয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। (সৌজন্যে-নিউজিল্যান্ড ক্রিকেট টুইটার)

অজি বোলার বেন দ্বারশুইসকে (Ben Dwarshuis) সই করিয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। (সৌজন্যে-বিবিএল টুইটার)