IPL 2021: এঁদের চেনেন? আইপিএলের আসরে এঁরাই তারকা হয়ে যেতে পারেন
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Sep 18, 2021 | 7:18 PM
অপেক্ষা আর ২৪ ঘণ্টার। আগামীকাল মরুশহরে ফের শুরু হচ্ছে আইপিএল (IPL)। ভারতে হওয়া আইপিএল করোনা (COVID-19) কারণে স্থগিত হয়ে যায়। এই টুর্নামেন্টের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু বিদেশি প্লেয়ার। তবে করোনার কারণে আইপিএলের প্রথম পর্বেই বেশ কয়েকজন বিদেশি প্লেয়ার সরে দাঁড়িয়েছিলেন। দ্বিতীয় পর্বের আইপিএলের আগেও বেশ কয়েকজন বিদেশি প্লেয়ার নানা কারণে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁদের বদলে যে ক্রিকেটাররা আইপিএল-১৪-র সঙ্গে যুক্ত হয়েছেন, এক নজরে দেখে নিন সেই ক্রিকেটারদের...
1 / 7
সিঙ্গাপুরের জাতীয় দলে খেলা অলরাউন্ডার টিম ডেভিডকে (Tim David) মরুশহরে এ বারের আইপিএলের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) দলে নিয়েছে। (সৌজন্যে-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টুইটার)
2 / 7
শ্রীলঙ্কার দুই ক্রিকেটারকে মরুশহরের আইপিএলের জন্য দলে নিয়েছে বিরাট কোহলির আরসিবি। এই দুই লঙ্কান ক্রিকেটার হলেন ভানিন্দু হাসারঙ্গা (Wanindu Hasaranga) ও দুশমন্ত চামিরা (Dushmantha Chameera)। (সৌজন্যে-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টুইটার)
3 / 7
ইংল্যান্ডের সাসেক্স কাউন্টি ক্লাবের হয়ে খেলা জর্জ গার্টনকে (George Garton) নিজেদের দলে নিয়েছে বিরাটের আরসিবি (Royal Challengers Bangalore)। (সৌজন্যে-সাসেক্স কাউন্টি ক্রিকেট টুইটার)
4 / 7
সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এ বারের আইপিএলের জন্য ইংল্যান্ডের হয়ে খেলা লিয়াম লিভিংস্টোনকে (Liam Livingstone) তাঁদের দলে নিয়েছে। (সৌজন্যে-রাজস্থান রয়্যালস টুইটার)
5 / 7
নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্রিন ফিলিপকে (Glenn Phillips) নিজেদের দলে নিয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। (সৌজন্যে-নিউজিল্যান্ড ক্রিকেট টুইটার)
6 / 7
নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্রিন ফিলিপকে (Glenn Phillips) নিজেদের দলে নিয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। (সৌজন্যে-নিউজিল্যান্ড ক্রিকেট টুইটার)
7 / 7
অজি বোলার বেন দ্বারশুইসকে (Ben Dwarshuis) সই করিয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। (সৌজন্যে-বিবিএল টুইটার)