
টোকিও প্যারালিম্পিকে (Tokyo Paralympics) শুটিংয়ে (Shooting) ১০ মিটার এয়ার রাইফেলে ভারতের হয়ে প্রথম সোনা জিতেছিলেন অবনী লেখারা (Avani Lekhara)। (সৌজন্যে-সাই মিডিয়া টুইটার)

টোকিও প্যারালিম্পিকে (Tokyo Paralympics) ছেলেদের জ্যাভলিনের এফ-৬৪ বিভাগে হরিয়ানার ছেলে সুমিত আন্তিলের (Sumit Antil) হাত ধরে দ্বিতীয় সোনা পেয়েছিল ভারত। (সৌজন্যে-সাই মিডিয়া টুইটার)

টোকিও প্যারালিম্পিকে (Tokyo Paralympics) মিক্সড ৫০ মিটার পিস্তলে ভারতের হয়ে তৃতীয় সোনা জেতেন মনীশ নারওয়াল (Manish Narwal)।(সৌজন্যে-সাই মিডিয়া টুইটার)

টোকিও প্যারালিম্পিকে (Tokyo Paralympics) ব্যাডমিন্টনে ছেলেদের সিঙ্গলসের ফাইনালে (SL-3) বিভাগে সোনা জেতেন ৩৩ বছরের প্রমোদ ভগতের (Pramod Bhagat)। টোকিও প্যারালিম্পিক থেকে এটি ছিল ভারতের চার নম্বর সোনা। (সৌজন্যে-সাই মিডিয়া টুইটার)

টোকিও প্যারালিম্পিকে (Tokyo Paralympics) ছেলেদের ব্যাডমিন্টন (Badminton) সিঙ্গলসের এসএইচ-৬ (SH6) বিভাগে এ বারের প্যারালিম্পিকে ভারতের হয়ে শেষ সোনা জিতেছেন ভারতীয় প্যারা শাটলার কৃষ্ণ নাগার (Krishna Nagar)।(সৌজন্যে-সাই মিডিয়া টুইটার)