Tokyo Paralympics 2020: ফিরে দেখা সূর্যোদয়ের দেশে ভারতের সোনাজয়ীদের
টোকিও প্যারালিম্পিকে (Tokyo Paralympics) এক নতুন ইতিহাস গড়েছে ভারত। শুটিং, জ্যাভলিন, ব্যাডমিন্টন, টেবিল টেনিস মিলিয়ে ৮ দিনে ভারতীয় প্যারা অ্যাথলিটদের (Para athlete) ঝুলিতে এসেছে মোট ১৯ টি পদক। যার মধ্যে ৫ টি সোনা, ৮ টি রুপো ও ৬ টি ব্রোঞ্জ। ১৯৬৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ভারতের মোট পদক সংখ্যা ছিল ১২টি। সেখানে এ বারের প্যারালিম্পিক থেকে মোট ১৯ টি পদক দেশকে এনে দিয়েছেন সুমিত-অবনীরা। এক নজরে দেখে নেওয়া যাক ভারতের সোনাজয়ী প্যারা অ্যাথলিটদের।