Victoria’s Secret Model: রেসিং ট্র্যাক থেকে ভিক্টোরিয়ার সিক্রেট মডেল… চেনেন সুন্দরী টনি ব্রেডিঞ্জারকে?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 18, 2022 | 8:45 AM

বছর ২৩ এর টনি ব্রেডিঞ্জার একজন মোটরস্পোর্টস রেসিং ড্রাইভার। তবে রেসিং ট্র্যাক ছেড়ে এ বার ভিক্টোরিয়া সিক্রেট মডেল হলেন টনি। রেসিং সার্কিটে তিনি যথেষ্ট সাফল্য পেয়েছেন। প্রতিভাবান টনিকে গত বছর NASCAR ক্যাম্পিং ওয়ার্ল্ড ট্র্যাক সিরিজ থেকে ডাক পেয়েছিলেন।

1 / 5
বছর ২৩ এর টনি ব্রেডিঞ্জার (Toni Breidinger) একজন মোটরস্পোর্টস রেসিং ড্রাইভার। রেসিং ট্র্যাক ছেড়ে এ বার ভিক্টোরিয়া সিক্রেট মডেল হলেন টনি। রেসিং সার্কিটে তিনি যথেষ্ট সাফল্য পেয়েছেন। প্রতিভাবান টনিকে গত বছর NASCAR ক্যাম্পিং ওয়ার্ল্ড ট্র্যাক সিরিজ থেকে ডাক পেয়েছিলেন। (ছবি-টনি ব্রেডিঞ্জার ইন্সটাগ্রাম)

বছর ২৩ এর টনি ব্রেডিঞ্জার (Toni Breidinger) একজন মোটরস্পোর্টস রেসিং ড্রাইভার। রেসিং ট্র্যাক ছেড়ে এ বার ভিক্টোরিয়া সিক্রেট মডেল হলেন টনি। রেসিং সার্কিটে তিনি যথেষ্ট সাফল্য পেয়েছেন। প্রতিভাবান টনিকে গত বছর NASCAR ক্যাম্পিং ওয়ার্ল্ড ট্র্যাক সিরিজ থেকে ডাক পেয়েছিলেন। (ছবি-টনি ব্রেডিঞ্জার ইন্সটাগ্রাম)

2 / 5
সম্প্রতি টনি ব্রেডিঞ্জার ঘোষণা করেছেন তিনি ভিক্টোরিয়া সিক্রেট মডেলের যোগ দিচ্ছেন। (ছবি-টনি ব্রেডিঞ্জার ইন্সটাগ্রাম)

সম্প্রতি টনি ব্রেডিঞ্জার ঘোষণা করেছেন তিনি ভিক্টোরিয়া সিক্রেট মডেলের যোগ দিচ্ছেন। (ছবি-টনি ব্রেডিঞ্জার ইন্সটাগ্রাম)

3 / 5
মাত্র ৯ বছর বয়সে টনি তাঁর যমজ বোন অ্যানার সঙ্গে ক্যালিফোর্নিয়ার সোনোমা রেসওয়েতে রেসিং করা শুরু করেন। (ছবি-টনি ব্রেডিঞ্জার ইন্সটাগ্রাম)

মাত্র ৯ বছর বয়সে টনি তাঁর যমজ বোন অ্যানার সঙ্গে ক্যালিফোর্নিয়ার সোনোমা রেসওয়েতে রেসিং করা শুরু করেন। (ছবি-টনি ব্রেডিঞ্জার ইন্সটাগ্রাম)

4 / 5
হিলসবোরো, ক্যালিফোর্নিয়ার ব্রেডিঞ্জার, প্রথম আরব-আমেরিকান মহিলা চালক যিনি NASCAR জাতীয় সিরিজে অংশ নিয়েছিলেন। তিনি এই মরসুমে পাঁচবার দৌড়ের শীর্ষ ১০ নম্বর স্থানে পৌঁছতে পেরেছিলেন। (ছবি-টনি ব্রেডিঞ্জার ইন্সটাগ্রাম)

হিলসবোরো, ক্যালিফোর্নিয়ার ব্রেডিঞ্জার, প্রথম আরব-আমেরিকান মহিলা চালক যিনি NASCAR জাতীয় সিরিজে অংশ নিয়েছিলেন। তিনি এই মরসুমে পাঁচবার দৌড়ের শীর্ষ ১০ নম্বর স্থানে পৌঁছতে পেরেছিলেন। (ছবি-টনি ব্রেডিঞ্জার ইন্সটাগ্রাম)

5 / 5
টনি ব্রেডিঞ্জার সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তিনি রেসিং ট্র্যাক থেকে যেমন নেটদুনিয়ায় ছবি শেয়ার করেন, তেমনই তিনি তাঁর মডেলিংয়ের ছবিও তাঁর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। (ছবি-টনি ব্রেডিঞ্জার ইন্সটাগ্রাম)

টনি ব্রেডিঞ্জার সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তিনি রেসিং ট্র্যাক থেকে যেমন নেটদুনিয়ায় ছবি শেয়ার করেন, তেমনই তিনি তাঁর মডেলিংয়ের ছবিও তাঁর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। (ছবি-টনি ব্রেডিঞ্জার ইন্সটাগ্রাম)

Next Photo Gallery