
মার্কিন যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার অ্যান্টনি রবিনসন (Antonee Robinson) বর্তমানে ব্যস্ত কাতার বিশ্বকাপে। আহমেদ বিন আলি স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ ছিল। সেই ম্যাচে মাঠে নয় গ্যালারিতে বাগদত্তা ডার্সি মায়ার্সের (Darcy Myers) সঙ্গে ছিলেন রবিনসন। (ছবি-ডার্সি মায়ার্স ইন্সটাগ্রাম)

গতকাল (২৬ নভেম্বর) ইংল্যান্ডের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই দলে মার্কিন যুক্তরাষ্ট্রের একাদশে ছিলেন অ্যান্টনি। যদিও তিনি গোল পাননি। তবে তাঁকে চিয়ার করার জন্য আল বায়াত স্টেডিয়ামে হাজির ছিলেন তাঁর সুন্দরী বাগদত্তা। (ছবি-ডার্সি মায়ার্স ইন্সটাগ্রাম)

২০১৯ সাল থেকে অ্যান্টনি রবিনসন ও ডার্সি মায়ার্স ডেট করছেন। তাঁদের প্রথম দেখা কোথায়, তা দু'জনের কেউই প্রকাশ্যে আনেননি। (ছবি-ডার্সি মায়ার্স ইন্সটাগ্রাম)

তিন বছর ধরে ডেটিং করার পর, চলতি বছরের মার্চ মাসে রোম্যান্টিক ভাবে ডার্সিকে বিয়ের প্রস্তাব দেন অ্যান্টনি। পুরো রুম সুন্দর আলো, বেলুন ও গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়েছিলেন রবিনসন। তাঁর প্রস্তাবে সম্মতি জানান ডার্সি। (ছবি-অ্যান্টনি রবিনসন ইন্সটাগ্রাম)

অ্যান্টনি রবিনসন ও ডার্সি মায়ার্সের এখনও বিয়ে হয়নি। দীর্ঘ দিনের সম্পর্ক কবে পূর্ণতা পায়, সেদিকে তাকিয়ে রয়েছে মার্কিনি তারকা রবিনসনের ফ্যানেরা। ২০২১ সালের অক্টোবরে অ্যান্টনি ও ডার্সি জানান তাঁদের প্রথম সন্তান পৃথিবীতে আসতে চলেছে। সেই বছরের ডিসেম্বরে তাঁদের এক মাত্র কন্যাসন্তান অ্যাটলাসের জন্ম। (ছবি-ডার্সি মায়ার্স ইন্সটাগ্রাম)