Ethan Nwaneri : আর্সেনালের বিষ্ময় বালক, ইপিএলে কণিষ্ঠতম ফুটবলার

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 22, 2022 | 8:30 AM

ম্যাচে ৩-০ এগিয়ে আর্সেনাল। হঠাৎই বেঞ্চে তাকালেন কোচ মিকেল আর্তেতা। উঠে এল ইথান। কোচ তাঁকে বললেন, 'অনেক শুভেচ্ছা। মুহূর্তটা উপভোগ কর।' ম্যাচের ৯১ মিনিট। মাত্র ১৫ বছর ১৮১ দিন বয়সে প্রিমিয়ার লিগে অভিষেক হল ইথান এনওয়ানেরির।

1 / 5
মাত্র ৯ বছর বয়সে আর্সেনালের অ্যাকাডেমিতে যোগ দিয়েছিল ইথান এনওয়ানেরি। এত দ্রুত স্বপ্ন সত্যি হবে হয়তো ভাবেনি। (ছবি : টুইটার)

মাত্র ৯ বছর বয়সে আর্সেনালের অ্যাকাডেমিতে যোগ দিয়েছিল ইথান এনওয়ানেরি। এত দ্রুত স্বপ্ন সত্যি হবে হয়তো ভাবেনি। (ছবি : টুইটার)

2 / 5
ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে ম্যাচে ৩-০ এগিয়ে আর্সেনাল। হঠাৎই বেঞ্চে তাকালেন কোচ মিকেল আর্তেতা। উঠে এল ইথান। কোচ তাঁকে বললেন, 'অনেক শুভেচ্ছা। মুহূর্তটা উপভোগ কর।' (ছবি : টুইটার)

ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে ম্যাচে ৩-০ এগিয়ে আর্সেনাল। হঠাৎই বেঞ্চে তাকালেন কোচ মিকেল আর্তেতা। উঠে এল ইথান। কোচ তাঁকে বললেন, 'অনেক শুভেচ্ছা। মুহূর্তটা উপভোগ কর।' (ছবি : টুইটার)

3 / 5
ম্যাচের তখন ৯১ মিনিট। মাত্র ১৫ বছর ১৮১ দিন বয়সে প্রিমিয়ার লিগে অভিষেক হয় ইথান এনওয়ানেরির। (ছবি : টুইটার)

ম্যাচের তখন ৯১ মিনিট। মাত্র ১৫ বছর ১৮১ দিন বয়সে প্রিমিয়ার লিগে অভিষেক হয় ইথান এনওয়ানেরির। (ছবি : টুইটার)

4 / 5
কিছুদিন আগেই অনূর্ধ্ব ২১ দলের হয়ে খেলার সুযোগ পায় ইথান। ব্ল্যাকবার্নের বিরুদ্ধে সেই ম্যাচে গোলও করে ইথান। (ছবি : টুইটার)

কিছুদিন আগেই অনূর্ধ্ব ২১ দলের হয়ে খেলার সুযোগ পায় ইথান। ব্ল্যাকবার্নের বিরুদ্ধে সেই ম্যাচে গোলও করে ইথান। (ছবি : টুইটার)

5 / 5
গত অগস্টে ইংল্যান্ড অনূর্ধ্ব ১৭ জাতীয় দলের হয়ে পরিবর্ত হিসেবে নেমেছিল ইথান। সেই ম্যাচেও গোল করেছিল। আর্সেনাল জার্সিতে অভিষেকের পর তাঁকে নিয়ে আলোচনা তুঙ্গে। (ছবি : টুইটার)

গত অগস্টে ইংল্যান্ড অনূর্ধ্ব ১৭ জাতীয় দলের হয়ে পরিবর্ত হিসেবে নেমেছিল ইথান। সেই ম্যাচেও গোল করেছিল। আর্সেনাল জার্সিতে অভিষেকের পর তাঁকে নিয়ে আলোচনা তুঙ্গে। (ছবি : টুইটার)

Next Photo Gallery