সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হল, একজন ব্যক্তিকে অ্যালজাইমারের দ্বারা প্রভাবিত হয়ে স্মৃতিশক্তি হ্রাস হয়ে যাওয়া। ভুলে যাওয়া কখনও রোগ হয় নায তবে অ্যালজাইমার রোগীদের ক্ষেত্রে এটি ঘন ঘন দেখা যায়।
আরেকটি প্রাথমিক লক্ষণ হল, যখন কোনও এক ব্যক্তি মৌলিক কাজ হিসেবে টাকা গুনছেন বা বিল পরিশোধন করছেন, তখন সেই কাজটি তাঁর কাছে অত্যন্ত কঠিন হয়ে যায়।
যে ব্যক্তি অ্যালজাইমারে আক্রান্ত তাঁদের মুড বা মেজাজ ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়। মেজাজ ধরে রাখতে না পারার মতো সমস্যা তৈরি হয়। বিষন্নতা অ্যালজাইমার রোগের একটি প্রাথমিক লক্ষণ। আর এমন সমস্যা এই রোগের অনেক আগেই দেখা যায়।
রোগীর স্বাভাবিক কাজে মনোনিবেশ করতে সমস্যা তৈরি হয়। কিন্তু সেই কাজটাই সে আগে সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে কাজ করত।
আলজাইমার রোগে আক্রান্ত ব্যক্তির সিদ্ধান্ত নিতে অসুবিধা হতে পারে। অ্যালজাইমার রোগীর বাক্য গোছনের জন্য অনেক সময় সঠিক শব্দ খুঁজে পান না। এই ধরনের লক্ষণগুলি প্রায়ই রোগীর মধ্যে দেখা যায়।
আত্মীয়দের চিনতে না পারা, অস্থির হয়ে যাওয়া, বারবার হাঁটাচলা করা, অথবা কোনও কিছু জিনিস নিয়ে বার বার নড়াচড়া করা এগুলি এই রোগের প্রাথমিক লক্ষণ। এছাড়া কখনও কখনও তাঁদের হ্যালুসিনেশনও হতে পারে।