Bangla News Photo gallery Men's Hockey World Cup 2023 going to start in Odisha, Ranveer Singh Disha Patani perform in opening ceremony
Men’s Hockey World Cup 2023: হকি বিশ্বকাপের জমকালো উদ্বোধন, মঞ্চ মাতালেন রনবীর-দিশারা
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jan 12, 2023 | 12:17 AM
Hockey World Cup: অপেক্ষার আর মাত্র ১ দিন। ১৩ জানুয়ারি শুরু হবে হকি বিশ্বকাপ। তার আগে ওড়িশার বরাবাটি স্টেডিয়ামে এ বারের হকি বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হল। এই উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতালেন বলিউড সুপারস্টার রনবীর সিং, দিশা পাটানি থেকে শুরু করে জনপ্রিয় গায়িকা নীতি মোহন।
1 / 10
১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে হকি বিশ্বকাপ (Men's Hockey World Cup 2023)। তার আগে ওড়িশার বরাবাটি স্টেডিয়ামে সুসম্পন্ন হল হকি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। আর এই জমকালো অনুষ্ঠানে সাক্ষী থাকতে প্রায় ৫০ হাজার দর্শক উপস্থিত হয়েছিলেন। (Pic Courtesy - Odisha Sports Twitter)
2 / 10
টুর্নামেন্টের প্রথম দিনেই স্পেনের মুখোমুখি হবে ভারতীয় পুরুষ হকি দল। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, আন্তর্জাতিক হকি ফেডারেশনের প্রেসিডেন্ট তৈয়ব ইকরাম এবং হকি ইন্ডিয়ার চেয়ারম্যান দিলীপ তিরকে। হকি বিশ্বকাপের ম্যাসকট অলিও ছিল উদ্বোধনী মঞ্চে। (Pic Courtesy - Odisha Sports Twitter)
3 / 10
বরাবাটি স্টেডিয়াম কাঁপাতে হাজির ছিলেন বলিউড সুপারস্টার রনবীর সিং (Ranveer Singh)। একের পর এক জনপ্রিয় গানের তালে নাচতে দেখা যায় তাঁকে। (Pic Courtesy - PTI)
4 / 10
তবে বর্তমানে তাঁরা একে অন্যের সঙ্গে প্রেমের নিরিখে খবরের শিরোনামে থাকলেও মিলছে না বলিউড থেকে তেমন কোনও কাজের খবর। কোনও ছবিতে দেখা মিলছে না দিশার।
5 / 10
এক ঘণ্টাব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানের আগে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। যেখানে ওড়িশা রাজ্যের একটি দারুণ উপজাতীয় নৃত্য উপস্থাপিত হয়েছিল। পাশাপাশি ওড়িশার সেলিব্রেটি জুটি সব্যসাচী মিশ্র ও অর্চিতা সাহুও উদ্বোধনী মঞ্চ মাতান। (Pic Courtesy - Odisha Sports Twitter)
6 / 10
উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের একাধিক গায়ক-গায়িকা এবং ওড়িশার একাধিক গায়ক-গায়িকারা একসঙ্গে হকি বিশ্বকাপের থিম সং গেয়েছিলেন। সঙ্গীত পরিচালক প্রীতমও মঞ্চে উপস্থিত ছিলেন। (Pic Courtesy - Odisha Sports Twitter)
7 / 10
জনপ্রিয় গায়িকা নীতি মোহনের (Neeti Mohan) সুরেলা কন্ঠও শোনা গিয়েছে হকি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে। (Pic Courtesy - Odisha Sports Twitter)
8 / 10
নীতি-প্রীতমদের পাশাপাশি জনপ্রিয় গায়ক বেনি দয়ালও সুরেলা কন্ঠের জাদু ছড়িয়েছেন হকি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে। বেনি তাঁর জনপ্রিয় গান 'Badtameez Dil'-টিও গেয়েছেন। (Pic Courtesy - Odisha Sports Twitter)
9 / 10
জনপ্রিয় কোরিয়ান পপ ব্যান্ড ‘ব্ল্যাক সোয়ান’-ও পারফর্ম করেছে বরাবাটি স্টেডিয়ামে। এই কোরিয়ান পপ ব্যান্ডে রয়েছেন শ্রেয়া লেনকা নামের ওড়িশার এক সদস্য। (Pic Courtesy - Odisha Sports Twitter)
10 / 10
বলিউড ছাড়াও ওড়িশার স্থানীয় তারকারাও উদ্বোধনী অনুষ্ঠানে জমিয়ে পারফর্ম করেন। ওড়িশার গায়ক ঋতুরাজ মহান্তিও (Rituraj Mohanty) দারুণ পারফর্ম করেন। (Pic Courtesy - Odisha Sports Twitter)