TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Nov 21, 2022 | 6:41 PM
দাবা বোর্ডের আদলে একটি বড় ট্রাঙ্কের উপর আরও একটি ছোট ট্রাঙ্ক। দু'পাশে বসে ফুটবল বিশ্বের দুই কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একজনের মুখে হাত, অন্যজনের মাথায়। দাবার চালে একে অপরকে টেক্কা দেওয়ার কাজে মগ্ন। কাতার বিশ্বকাপ শুরুর ঠিক একদিন আগে এক ফ্রেমে দুই কিংবদন্তিকে পেয়ে আবেগ উপচে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। (ছবি:টুইটার)
ছবিটি একটি ফরাসি ফ্যাশন ব্র্যান্ডের বিজ্ঞাপনের। ক্যামেরার পিছনে ছিলেন ফটোগ্রাফার অ্যানি লেইবোভিটজ। মেসি ও রোনাল্ডো ছাড়াও সংস্থার ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করা হয়েছে। সব মিলিয়ে লাইকের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৬০ মিলিয়ন। (ছবি:টুইটার)
কীভাবে এক ছাদের তলায় দুই ফুটবল আইকনকে নিয়ে আসার অসাধ্য সাধন করল ওই বিদেশি ব্র্যান্ডটি? ছবি দেখে প্রশ্ন দুই কিংবদন্তির কোটি কোটি অনুরাগীর। বিজ্ঞাপনের 'বিহাইন্ড দ্যা সিন'-এর ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখা যাচ্ছে মেসি ও রোনাল্ডো আলাদা আলাদা সময়ে ফটোশুট করেছেন। ফটোশুটের পাশাপাশি বিশ্বকাপ নিয়ে কিছু কথা এবং ব্র্যান্ড সম্পর্কে মুগ্ধতার কথা জানিয়েছে। (ছবি:টুইটার)
মেসি পুরো সময়টা কথা বলে গেলেন স্প্যানিশ ভাষায়। জানিয়ে দিলেন, এবার পঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তিনি। সবচেয়ে স্মরণীয় জয় কোনটি? বিন্দুমাত্র না ভেবে মেসি বলেছেন, "আর্জেন্টাইন জনসাধারণের স্বীকৃতি।"(ছবি:টুইটার)
মেসির মতোই পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এটি পঞ্চম বিশ্বকাপ। সাক্ষাৎকারে ইংরেজি ভাষায় কথা বলতে দেখা গিয়েছে রোনাল্ডোকে।(ছবি:টুইটার)
ওই ফরাসি ব্র্যান্ডটির এমন কীর্তি এই প্রথম নয়। অতীতে দুই নয়, তিনজন কিংবদন্তিকে এক ফ্রেমে নিয়ে এসেছিল ব্র্যান্ডটি। ব্রাজিলের কিংবদন্তি পেলে, আর্জেন্টিনার দিয়েগো মারাদোনা এবং ফ্রান্সের জিদান। মাদ্রিদের কোনও এক ক্যাফেতে ছবিটি তোলা হয়েছিল। টেবল সকার খেলায় মগ্ন ছিলেন ফুটবল কিংবদন্তিরা। (ছবি:টুইটার)