
চ্যাম্পিয়ন্স লিগে এক ম্যাজিকাল রাত। মাঠের বাইরে যাই শোনা যাক, মাঠে এখনও মেসি-নেইমার-এমবাপে জুটি অপ্রতিরোধ্য। এই ত্রয়ীর দাপটে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে পৌঁছে গেল পিএসজি। (ছবি:টুইটার)

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে মেসিদের প্রতিপক্ষ ছিল ইজরায়েলি দল ম্যাকাবি হাইফা। ম্যাচের প্রথম থেকে ম্যাকাবির উপর ঝাঁপিয়ে পড়েছিল লিগ ওয়ানের শীর্ষ দলটি। ৯০ মিনিটে বিপক্ষের জালে সাতবার বল জড়িয়েছেন মেসিরা। পিএসজি ম্যাচ জিতেছে ৭-২ গোলে। (ছবি:টুইটার)

ম্যাচ জয়ে জোড়া গোল এবং একটি অ্যাসিস্টের অবদান রাখলেন লিও। ১৯তম মিনিটে ম্যাচের প্রথম গোল আর্জেন্টাইন তারকার। বিরতির ঠিক আগে আরও একটি গোল করেন তিনি।(ছবি:টুইটার)

ম্যাচের ৩২ মিনিটে প্রথম গোল এমবাপের। ফরাসি তারকা নিজের দ্বিতীয় গোলটি পান দ্বিতীয়ার্ধে।(ছবি:টুইটার)

প্রথমার্ধে গোলের দেখা পেয়েছিলেন এনএমএন জুটি তৃতীয় সদস্যও। ৩৫ মিনিটের মাথায় মেসির অ্যাসিস্ট থেকে গোল করেন। হাইফার বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে গ্রুপে শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি।(ছবি:টুইটার)