Bangla NewsPhoto gallery Met Gala 2021: Emma Raducanu, Simone Biles surprises everyone with their grand entry
Met Gala 2021: চোখ ধাঁধিয়ে দিলেন বাইলস-রাডুকানুরা
কিংবদন্তি জিমন্যাস্ট (Gymnast) নাকি ফ্যাশন সুপারস্টার (Fashion Superstar)? সিমোনে বাইলসকে (Simone Biles) দেখে সারা বিশ্ব থমকে গিয়েছে। চোখ ঝলসানো সাদা গাউনে বাইলস যেন হলিউডের কোনও নায়িকা। একই কথা বলতে হবে লুইস হ্যামিল্টনকে (Lewis Hamilton) নিয়েও। F1-এ অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়িয়েছেন। ব্ল্যাক স্যুটে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। আর অষ্টাদশী রাডুকানু (Emma Radukanu)? গ্ল্যামারের ছটায় চোখ ধাঁধিয়ে গিয়েছে Met Gala-র।