Met Gala 2021: Unique Dresses: মেট গালার এবছরের সবচেয়ে অদ্ভুত সাজগুলি এক নজরে দেখে নিন…
TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Sep 15, 2021 | 10:19 AM
মেট গালা আমেরিকার তথা বিশ্বের ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় রাত। ২০২১ এর মেট গালাতে রঙবেরঙের পোশাকের পাশাপাশি দেখা গেছে কিছু অদ্ভুত সাজের পোশাক। এর মধ্যে সবচেয়ে অদ্ভুত পোশাকগুলি দেখে নিন এক নজরে...
1 / 6
লিল নাস এক্স রেড কার্পেটে একটি নয় বরং তিনটি ভিন্ন রূপের সাজে সেজেছিলেন। প্রথমত, তিনি একটি রাজকীয় সোনার চাদর পরেছিলেন। তারপর সেটা খোলার পর দেখা যায় তিনি একটি সোনালি রঙের আর্মার পরে আছেন। একদম শেষে তাঁর ব্ল্যাক আর গোল্ডেন বডি শুট পোশাকটি দেখতে পাওয়া যায়।
2 / 6
"শিটস ক্রিক" তারকা ড্যান লেভি তাঁর পোশাকে একটি বার্তা বহন করছিলেন। কাঠামোগতভাবে পোশাকটিতে শিল্পী ডেভিড ভজনারোভিচ এর শিল্পকর্ম ছিল। সেখানে দুজন পুরুষ একে অপরকে চুমু খেতে দেখা যায়। এছাড়াও এর প্যাটার্নে মানচিত্র আঁকা ছিল যা বিশ্বব্যাপী এলজিবিটিকিউকে সমর্থন করার বার্তা দেয়।
3 / 6
কিম কার্দাশিয়ান মেট গালায় একটি অল ব্ল্যাক বেলেন্সিয়াগা গাউন পরে এসেছিলেন। এটি তাঁর মুখকে পুরোপুরি ঢেকে রেখেছিল।
4 / 6
সংগীতশিল্পী রিহানা এবং র্যাপার রকি একেবারে শেষ মুহুর্তে মেট গালা রেড কার্পেটে এসে উপস্থিত হয়েছিলেন। রিহানা একটি বড় বালেন্সিয়াগা কৌচার কোট পরেছিলেন। রকি ইতিমধ্যে একটি রঙিন চাদর দিয়ে নিজের সাজ সম্পূর্ণ করেছিলেন।
5 / 6
"ইউফোরিয়া" তারকা হান্টার শ্যাফার একটি রূপালী চামড়ার প্রাডা টু-পিস পরেছিলেন। কিন্তু মূল আকর্ষণ ছিল তাঁর অস্বচ্ছ কন্টাক্ট লেন্স এবং তার মুখের উপরে রাখা বিশাল রুপালি মাকড়সা।
6 / 6
নিউ ইয়র্ক কংগ্রেসের মহিলা সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ।