Milind Soman-Yoga Asana: ফিটনেসের আর এক নাম মিলিন্দ সোমান, বিভিন্ন সময় ভাগ করে নেন ফিটনেসের ছবি, যোগা দিবসেও ব্যতিক্রম নয়  

Milind Soman-Yoga Asana: মিলিন্দ সোমান শুরু করেন মডেলিং দিয়ে। বরাবরই তিনি ফিটনেস সচেতন মানুষ। ম্যারাথন হোক কিংবা বিশ্ব সাইকেল দিবস, তিনি সবতেই আছেন।

| Edited By: Mahuya Dutta

Jun 22, 2022 | 11:27 PM

1 / 6
মিলিন্দ সোমান মানেই ফিটেনেস। তাঁর স্ত্রী অঙ্কিতা কনওয়ারও তাই।

মিলিন্দ সোমান মানেই ফিটেনেস। তাঁর স্ত্রী অঙ্কিতা কনওয়ারও তাই।

2 / 6
ফিটনেস সংক্রান্ত যেকোনও ধরনের দিনই তাঁরা উদযাপন করেন। দেন সোশ্যাল মিডিয়াতে ছবিও।

ফিটনেস সংক্রান্ত যেকোনও ধরনের দিনই তাঁরা উদযাপন করেন। দেন সোশ্যাল মিডিয়াতে ছবিও।

3 / 6
যোগা দিবসেও তার ব্যতিক্রম হল না। মিলিন্দ এবং অঙ্কিতা যোগা আসান পোজে ছবি পোস্ট করেন ইনস্টাতে।

যোগা দিবসেও তার ব্যতিক্রম হল না। মিলিন্দ এবং অঙ্কিতা যোগা আসান পোজে ছবি পোস্ট করেন ইনস্টাতে।

4 / 6
মিলিন্দ সঙ্গে জানিয়ে দেন, অঙ্কিতা এখন সার্টিফায়েট য়োগা প্রশিক্ষক। ফলে তাঁর যোগা এবার আরও ভাল হবে।

মিলিন্দ সঙ্গে জানিয়ে দেন, অঙ্কিতা এখন সার্টিফায়েট য়োগা প্রশিক্ষক। ফলে তাঁর যোগা এবার আরও ভাল হবে।

5 / 6
সব সময় সিরিয়াস নয়, মজার যোগার ছবিও তাঁরা ভাগ করেন। এই ছবি সেই কথা বলছে।

সব সময় সিরিয়াস নয়, মজার যোগার ছবিও তাঁরা ভাগ করেন। এই ছবি সেই কথা বলছে।

6 / 6
পাহাড়, সমুদ্রের পার, মাঠ-যেখানেই সুযোগ পান মিলিন্দ তাঁর কসরৎ শুরু করে দেন। সেই ছবিও ভাগ করে নেন।

পাহাড়, সমুদ্রের পার, মাঠ-যেখানেই সুযোগ পান মিলিন্দ তাঁর কসরৎ শুরু করে দেন। সেই ছবিও ভাগ করে নেন।