মিলিন্দ সোমান মানেই ফিটেনেস। তাঁর স্ত্রী অঙ্কিতা কনওয়ারও তাই।
ফিটনেস সংক্রান্ত যেকোনও ধরনের দিনই তাঁরা উদযাপন করেন। দেন সোশ্যাল মিডিয়াতে ছবিও।
যোগা দিবসেও তার ব্যতিক্রম হল না। মিলিন্দ এবং অঙ্কিতা যোগা আসান পোজে ছবি পোস্ট করেন ইনস্টাতে।
মিলিন্দ সঙ্গে জানিয়ে দেন, অঙ্কিতা এখন সার্টিফায়েট য়োগা প্রশিক্ষক। ফলে তাঁর যোগা এবার আরও ভাল হবে।
সব সময় সিরিয়াস নয়, মজার যোগার ছবিও তাঁরা ভাগ করেন। এই ছবি সেই কথা বলছে।
পাহাড়, সমুদ্রের পার, মাঠ-যেখানেই সুযোগ পান মিলিন্দ তাঁর কসরৎ শুরু করে দেন। সেই ছবিও ভাগ করে নেন।