FIFA World Cup 2022: ইংল্যান্ডের হতাশাজনক ড্র, পাবে গিয়ে ৯০ মিনিটের দুঃখ ভুললেন সমর্থকরা

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Nov 26, 2022 | 12:35 PM

ইরানের বিরুদ্ধে প্রথম ম্যাচে গোলের ফুলঝুরি। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে সেই ইংল্যান্ড দল হাজার চেষ্টাতেও গোলমুখ খুলতে পারল না। ফল গোলশূন্য ড্র।

1 / 7
ইরানের বিরুদ্ধে প্রথম ম্যাচে গোলের ফুলঝুরি। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে সেই ইংল্যান্ড দল হাজার চেষ্টাতেও গোলমুখ খুলতে পারল না। ফল গোলশূন্য ড্র। স্বাভাবিকভাবেই সমর্থকরা হতাশ। (ছবি:টুইটার)

ইরানের বিরুদ্ধে প্রথম ম্যাচে গোলের ফুলঝুরি। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে সেই ইংল্যান্ড দল হাজার চেষ্টাতেও গোলমুখ খুলতে পারল না। ফল গোলশূন্য ড্র। স্বাভাবিকভাবেই সমর্থকরা হতাশ। (ছবি:টুইটার)

2 / 7
শুক্রবার রাতে ইংল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচে হ্যারি কেনদের পারফরম্যান্সে কতটা হতাশার তা থ্রি লায়ন্স সমর্থকদের মুখের জ্য়ামিতিতেই স্পষ্ট।(ছবি:টুইটার)

শুক্রবার রাতে ইংল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচে হ্যারি কেনদের পারফরম্যান্সে কতটা হতাশার তা থ্রি লায়ন্স সমর্থকদের মুখের জ্য়ামিতিতেই স্পষ্ট।(ছবি:টুইটার)

3 / 7
ছবিটি ম্যাঞ্চেস্টারের। ইংল্যান্ড যতবার সুযোগ নষ্ট করেছে ততবারই হাত দিয়ে চোখমুখ ঢেকেছেন সমর্থকরা।(ছবি:টুইটার)

ছবিটি ম্যাঞ্চেস্টারের। ইংল্যান্ড যতবার সুযোগ নষ্ট করেছে ততবারই হাত দিয়ে চোখমুখ ঢেকেছেন সমর্থকরা।(ছবি:টুইটার)

4 / 7
অ্যাডেড টাইমে প্রতিপক্ষ বক্সের সামনে ফ্রি-কিক পায় ইংল্যান্ড। হেড করে বল গোলে রাখতে পারেননি হ্যারি কেন। রাগে হাতের বিয়ার স্ক্রিনের দিকে ছুঁড়ে মারলেন সমর্থকরা।(ছবি:টুইটার)

অ্যাডেড টাইমে প্রতিপক্ষ বক্সের সামনে ফ্রি-কিক পায় ইংল্যান্ড। হেড করে বল গোলে রাখতে পারেননি হ্যারি কেন। রাগে হাতের বিয়ার স্ক্রিনের দিকে ছুঁড়ে মারলেন সমর্থকরা।(ছবি:টুইটার)

5 / 7
বিশ্বকাপের মঞ্চে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় পায়নি ইংল্যান্ড। এ বারও সেই ধারা বজায় থাকল। ইংল্যান্ডের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিল আমেরিকা।(ছবি:টুইটার)

বিশ্বকাপের মঞ্চে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় পায়নি ইংল্যান্ড। এ বারও সেই ধারা বজায় থাকল। ইংল্যান্ডের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিল আমেরিকা।(ছবি:টুইটার)

6 / 7
 ৯০ মিনিটের দুঃখ ভুলতে ম্যাচে পর ইংল্যান্ড সমর্থকরা ভিড় করলেন ইংল্যান্ডের বিভিন্ন পাবে। মদ্যপান ও উদ্দাম নাচ, গানেয় মনের কষ্ট কি কমল? (ছবি:টুইটার)

৯০ মিনিটের দুঃখ ভুলতে ম্যাচে পর ইংল্যান্ড সমর্থকরা ভিড় করলেন ইংল্যান্ডের বিভিন্ন পাবে। মদ্যপান ও উদ্দাম নাচ, গানেয় মনের কষ্ট কি কমল? (ছবি:টুইটার)

7 / 7
বিরক্তিকর ড্রয়ের পর ম্যাঞ্চেস্টারের বাসিন্দারা মদ্যপানেই ক্ষতে প্রলেপ লাগানোর চেষ্টা করলেন।  (ছবি:টুইটার)

বিরক্তিকর ড্রয়ের পর ম্যাঞ্চেস্টারের বাসিন্দারা মদ্যপানেই ক্ষতে প্রলেপ লাগানোর চেষ্টা করলেন। (ছবি:টুইটার)

Next Photo Gallery
Bold Kiara Advani: ‘বিজলি’র ছ্যাঁকায় কাবু নেটপাড়া, পাতায় ঢাকা উন্মুক্ত শরীরে যখন ভাইরাল কিয়ারা
Spain Football Team: বিশ্বকাপ চলাকালীন ফুটবলারদের সহবাসে আপত্তি নেই স্পেন কোচের