5 / 6
লক্ষণপুরের মা তারা পুজো কমিটি এই মেলার আয়োজন করে এই মেলার। গঙ্গাসাগরের ধাঁচেই মেলায় থাকেন সাধুরা। এক সঙ্গে হয় রান্নাও। এ নিয়ে মা তারা মন্দির কমিটির যুগ্ম সম্পাদক সুবীর নস্কর অলোক নস্করের দাবি, "পশ্চিমবঙ্গের বৃহত্তম সাধু মেলা। এবারে সাধু সমাগম আরও বেশি হয়েছে বলে মনে হচ্ছে। মন্দির কমিটির তরফ থেকে মাস্ক দেওয়া হচ্ছে সাধুদের।"