
বর্তমানে ব্যাঙ্ক সংক্রান্ত বেশিরভাগ কাজ স্মার্টফোনের সাহায্যে সহজে করা হয়। আজকাল বেশিরভাগ মানুষই ডিজিটাল পেমেন্ট করে। তাই এর ফলে সাইবার অপরাধের ঘটনাও দ্রুত বেড়েছে। টাকা খোয়ানোর পর মানুষ বুঝতে পারছেন না এর পর কী করতে হবে। এখানে আপনাকে এমন একটি উপায় জানানো হবে, যার মাধ্যমে আপনি আপনার খোয়ানো টাকা ফেরত পেতে পারেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাইবার অপরাধ রোধে একটি নম্বর জারি করেছে। আপনি এই নম্বরে কল করে আপনার সাইবার সংক্রান্ত অভিযোগ জানাতে পারেন। এই সংখ্যা 1930। এই নম্বরে ফোন করে সাইবার অপরাধের অভিযোগ দায়ের করা যাবে।

এখানে আপনাকে বিস্তারিত জানাতে হবে। এরপর আপনার অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। এটা থেকে আপনি আপনার টাকা ফেরত পেতে পারেন। কিন্তু এই কাজটি আপনাকে দ্রুত করতে হবে। এক ঘণ্টার বেশি দেরি করলে এর সম্ভাবনা কমে যাবে।

আগে এই ধরনের অভিযোগের জন্য 155360 ডায়াল করতে হতো। কিন্তু, এখন তার পরিবর্তে 1930 ডায়াল করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রক ও ডট (DoT) যৌথ উদ্য়গে এই নতুন সংখ্যাটি প্রকাশ করেছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি