
গুজরাতে চলছে ৩৬তম জাতীয় গেমস (National Games 2022)। নীরজ চোপড়া, পিভি সিন্ধুর পর এ বার গরবা ফেস্টিভ্যালে দেখা গেল ভারতীয় তারকা ভরোত্তোলক মীরাবাঈ চানু (Mirabai Chanu) এবং তারকা ফেন্সার ভবানী দেবীকে (Bhavani Devi)। (ছবি-সাই মিডিয়া)

গান্ধীনগর কালচারাল ফোরামে গরবা ফেস্টিভ্যালে একফ্রেমে দেখা গিয়েছে জাতীয় গেমসে সোনা জয়ী দুই ভারতীয় তারকাকে। (ছবি-সাই মিডিয়া)

হলুদ ড্রেসে সুন্দরী মীরাবাঈ চানুকে দারুণ লাগছিল। টুইটারে তিনি জানান, গরবা নাইট বেশ ভালোই কাটালেন তিনি। (ছবি-সাই মিডিয়া)

এ বারের জাতীয় গেমসে মহিলাদের ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে সোনা জিতেছেন মীরাবাঈ চানু। (ছবি-সাই মিডিয়া)

নিজের রাজ্য তামিলনাড়ুর হয়ে এ বারের জাতীয় গেমসে নেমেছিলেন অলিম্পিয়ান ফেন্সার ভবানী দেবী। ২০১১, ২০১৫ সালের পর এ বারের জাতীয় গেমসেও সোনা জিতলেন ভবানী দেবী। (ছবি-সাই মিডিয়া)