
এই ছবিটি টুইট করে অনুরাগীদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কইফ। তাতেই চোখ আটকে গেল সবার। ক্রিকেট তারকার বাহুলগ্না এই সুন্দরী কে? চেনেন তাঁর পরিচয়?(ছবি:টুইটার)

হ্যাঁ, আপনার অনুমান ঠিক। ইনি হলেন মহম্মদ কইফের স্ত্রী, নাম পূজা যাদব। সৌন্দর্য ও স্মার্টনেসে নায়িকাদের সঙ্গে পাল্লা দিতে পারেন পূজা।(ছবি:ইনস্টাগ্রাম)

পূজার পরিচয় শুধু জনপ্রিয় প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী হিসেবে নয়। তিনি একজন জার্নালিস্ট। একটি সর্বভারতীয় নিউজ চ্য়ানেলে অ্যাঙ্কর হিসেবে কাজ করেন পূজা যাদব কইফ। (ছবি:ইনস্টাগ্রাম)

২০০৭ সালে এক কমন ফ্রেন্ডের মাধ্যমে দু'জনের পরিচয়। এরপর একে অপরকে ডেট করা শুরু করেন কইফ ও পূজা। (ছবি:ইনস্টাগ্রাম)

২০১১ সালের ২৬ মার্চ পূজা যাদব ও মহম্মদ কইফের চার হাত এক হয়। দু'জনে প্রায় চারবছর ধরে প্রেম করার পর বিয়ের পিঁড়িতে বসেন। বিয়েটা হয়েছিল শর্ট নোটিসে। তাই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা ছাড়া তেমন কেউ উপস্থিত ছিলেন না বিয়েতে। (ছবি:ইনস্টাগ্রাম)

পূজা ও মহম্মদ কইফের সংসার এখন পরিপূর্ণ। দম্পতির এক ছেলে ও মেয়ে রয়েছে। (ছবি:ইনস্টাগ্রাম)

চলতি বছরের ২১ এপ্রিল ৪১ বছরে পা দিয়েছেন পূজা। দুই সন্তানের মা পূজা নিজেকে দারুণভাবে ধরে রেখেছেন। তা পেশার খাতিরেই হোক বা অন্য কিছু। পূজার ইনস্টাগ্রামের ছবিগুলি দেখে তাঁর বয়সের আন্দাজ পাওয়া মুশকিল। (ছবি:ইনস্টাগ্রাম)