
কলকাতা ফুটবল লিগে সুপার সিক্সের প্রথম ম্যাচে কল্যাণী স্টেডিয়ামে আরিয়ান (Aryan) ক্লাবের মুখে নেমেছিল মহমেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। আরিয়ানের বিরুদ্ধে লিগের প্রথম ম্যাচে ৩-০ জিতেছে সাদা-কালো শিবির। এ বারের ডুরান্ড কাপে যেখানে শেষ করেছিল মহমেডান, সেখাই থেকেই সিএফএল যাত্রা শুরু করল মহমেডান। (Pic Courtesy-Mohammedan SC)

কল্যাণী স্টেডিয়ামে রবিবার ম্যাচের প্রথমার্ধের ৪২ মিনিটের মাথায় আরিয়ানের বিরুদ্ধে গোল করে মহমেডানকে এগিয়ে দেন মার্কাস জোসেফ। (Pic Courtesy-Mohammedan SC)

দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটের মাথায় ফৈয়াজের শর্ট কর্নার থেকে গোল করে মহমেডানকে ২-০ এগিয়ে দেন ওসমান। (Pic Courtesy-Mohammedan SC)

৮১ মিনিটের মাথায় মহমেডানের হয়ে তৃতীয় গোল ফজলু রহমানের। বাঁ দিকে উইং থেকে কিয়ান লুইসের ক্রসে ফজলু গোল করে স্কোরলাইন ৩-০ করেন। (Pic Courtesy-Mohammedan SC)

সুপার সিক্সের প্রথম ম্যাচে দাপুটে পারফর্ম করল সাদা কালো শিবির। পুরো ম্যাচে জুড়ে দাপট বজায় রেখে ৩-০ আরিয়ানকে হারিয়েছে মহমেডান। (Pic Courtesy-Mohammedan SC)