
রবিবাসরীয় ম্যাচে প্রতিপক্ষ জামশেদপুর এফসি-কে ৩-০ গোলে উড়িয়ে ডুরান্ডে দ্বিতীয় জয় সাদা কালো ব্রিগেডের। (ছবি:টুইটার)

মহমেডানের হয়ে তিনটি গোল করলেন ফজলু রহমান, অভিষেক হালদার এবং শেখ ফৈয়াজ। (ছবি:টুইটার)

ম্যাচের ৩৮ মিনিটে গোল করে মহমেডানকে এগিয়ে দেন ফজলু রহমান। এফসি গোয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেও গোল করেছিলেন ফজলু। (ছবি:টুইটার)

৭১ মিনিট নাগাদ গোলের ব্যবধান বাড়ায় মহমেডান। মার্কাস জোসেফের পাস থেকে গোল করে ব্যবধান ২-০ করেন অভিষেক হালদার। (ছবি:টুইটার)

৭৪ মিনিটে জামশেদপুরের জালে বল জড়ান শেখ ফৈয়াজ। এই গোলেও অবদান রয়েছে জোসেফের। (ছবি:টুইটার)