
এ বারের ডুরান্ড কাপে ভালো পারফরম্যান্স করেছে মহমেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। ট্রফি না এলেও প্রশংসনীয় ফুটবল খেলেছে। (ছবি : মহমেডান স্পোর্টিং)

শেষ অবধি সেমিফাইনালে আইএসএলের শক্তিশালী দল মুম্বাই সিটি এফসির কাছে হার। মহমেডানের নজরে এ বার ঘরোয়া লিগ। (ছবি : মহমেডান স্পোর্টিং)

আজ কলকাতা লিগ সুপার সিক্স রাউন্ড শুরু হচ্ছে। দিনে দুটি ম্যাচ রয়েছে। মহমেডান স্পোর্টিং মুখোমুখি হবে এরিয়ানের (Aryan)। (ছবি : মহমেডান স্পোর্টিং)

মহমেডান স্পোর্টিং অধিনায়ক মার্কাস জোসেফ (Marcus Joseph,) এ মরসুমে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। লিগে তার উপর নজর থাকবে। (ছবি : মহমেডান স্পোর্টিং)

এরিয়ান ম্যাচের আগের দিন এআইএফফ সেন্টার অফ এক্সিলেন্সে প্রস্তুতি সারে মহমেডান স্পোর্টিং। এ বার ম্যাচে ভালো পারফর্ম করার লক্ষ্য মহমেডানের। (ছবি : মহমেডান স্পোর্টিং)