TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Dec 07, 2022 | 10:18 AM
কোনও কিছুই থাকল না আর গোপন। টলিউড স্টার মনামী ঘোষ স্পষ্টই জানিয়ে দিলেন তিনি কার প্রেমে পড়তে চলেছেন। মনামী ঘোষ বরাবরই সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয়।
তিনি প্রথম থেকে তাঁর বোল্ড লুক নিয়ে বেশ চর্চিত। মনামী বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অন্যতম ফ্যাশনিস্তা। তাঁর কমেন্ট বক্স জুড়ে একের পর এক পোস্টে কেবলই প্রশংসিত তাঁর লুক।
বয়স যেন গিয়েছে থমকে। তাঁর নিত্য নতুন এই লুক ঘিরে ভক্তদের মনে উত্তেজনার পারদ সর্বদাই থাকে তুঙ্গে। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের কৌতুহল কম নয়। তবে এবার আর রহস্য বাড়ালেন না তিনি।
ডিসেম্বর পড়তেই শীতের প্রেমের খোঁজ দিলেন তিনি। বিমানবন্দরের সঙ্গে তিনি সম্পর্কে যেতে চলেছেন এই... এই মজার পোস্ট করা মাত্রই তা সকলের নজর কাড়ে।
মনামী পর পর দুটি পোস্টই করেছেন বিমানবন্দর থেকে। শীত মানেই ফেস্টিভ্যাল মরশুম, শীত মানেই ঘোরার ব্যস্ততা। মনামী ঘোষের তাই বক্তব্য এবার তিনি বারেবারে বিমানবন্দর মুখো হতে চলেছেন, তাই এখন তাঁর নতুন সম্পর্কে বিমানবন্দর।