Spices for Hair Care: শ্যাম্পু বদলেও চুল পড়া কমছে না? হেঁশেলের এই সাধারণ মশলায় কাজ হতে পারে
TV9 Bangla Digital | Edited By: megha
Aug 06, 2023 | 9:46 AM
Hair Fall Prevention: চুলের পরিচর্চায় বেশিরভাগ মানুষ বেছে ভাল মানের শ্যাম্পু ও কন্ডিশনার। তার সঙ্গে তেল রয়েছে। কেউ কেউ পার্লারে গিয়ে স্পাও করান। কিন্তু ঘন ও মজবুত চুল হেঁশেলের কিছু মশলার উপর ভরসা রাখুন।
1 / 8
চুলের পরিচর্চায় বেশিরভাগ মানুষ বেছে ভাল মানের শ্যাম্পু ও কন্ডিশনার। তার সঙ্গে তেল রয়েছে। কেউ কেউ পার্লারে গিয়ে স্পাও করান। কিন্তু তাতেও কি চুলের সমস্যা কমে?
2 / 8
চুল পড়া কমাতে গেলে শুধু হেয়ার কেয়ার পণ্যের উপর জোর দিলে চলবে না। লাইফস্টাইলও দায়ী হতে পারে আপনার চুলের জন্য। তাই স্বাস্থ্যকর খাবারে মন দিতে হবে।
3 / 8
স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি বেশ কিছু মশলা রয়েছে, যা চুলের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। ঘন ও মজবুত চুল হেঁশেলের কিছু মশলার উপর ভরসা রাখুন।
4 / 8
চুলের যত্ন নিতে বন্ধুত্ব করুন মেথির সঙ্গে। মেথির মধ্যে প্রোটিন ও প্রয়োজনীয় অ্যাসিড রয়েছে, যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। রোজ মেথি ভেজানো জল পান করুন।
5 / 8
গোলমরচি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। একইভাবে, চুলের সমস্যা প্রতিরোধে সাহায্য করে গোলমরিচ। গোলমরিচের মধ্যে ভিটামিন এ, সি এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
6 / 8
হজমের সমস্যা দেখা দিলে চুল পড়া বাড়তে পারে। তাই জিরের জল পান করুন। জিরে হজমের সমস্যা কমায় পাশাপাশি চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে।
7 / 8
দারুচিনি প্রদাহ কমাতে সাহায্য করে। এই মশলা চুলের গোড়াকে মজবুত রাখে। চুল পড়া কমাতে আপনি দারুচিনি ভেজানো জল বা দারুচিনি দিয়ে তৈরি চায়ে চুমুক দিতে পারেন।
8 / 8
তিলের মধ্যে ওমেগা-৩-ফ্যাটি অ্যাসিড রয়েছে। এটি স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে। চুল পড়া কমাতে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে তিল।