5 / 6
গরিব পরিবারের মেয়েদেরই নিশানা বানাতো পাচারকারীরা। ওই যুবতীদের পরিবারের লোকেদের টাকা দিয়ে বিয়ে দেওয়ার নামে পাচার করা হত বলে অভিযোগ। চিনের যে সমস্ত ব্যক্তিরা ওই পাক যুবতীদের কিনতেন তাঁদের থেকে মোটা টাকা নিতেন চিনা ও পাক পাচারকারীরা। কিন্তু মেয়েদের পরিবারকে সেই অঙ্কের যৎসামান্য টাকা দেওয়া হত।