U-17 Women’s World Cup 2022: মরক্কোর বিরুদ্ধে প্রথমার্ধের পারফরম্যান্সই প্রাপ্তি ভারতের

গ্রুপে ব্রাজিল, আমেরিকা, মরক্কোর মতো শক্তিশালী দল। একই গ্রুপের সদস্য ভারতীয় দলের থেকে সেখানে বেশি কিছু আশা করাটাই হয়তো ভুল। অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ থেকে ১ পয়েন্ট আদায় করতে পারলে সেটাই হত বড় পাওনা।

| Edited By: তিথিমালা মাজী

Oct 15, 2022 | 11:36 AM

1 / 5
গ্রুপে ব্রাজিল, আমেরিকা, মরক্কোর মতো শক্তিশালী দল। একই গ্রুপের সদস্য ভারতীয় দলের থেকে সেখানে বেশি কিছু আশা করাটাই হয়তো ভুল। অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ থেকে ১ পয়েন্ট আদায় করতে পারলে সেটাই হত বড় পাওনা। আমেরিকার পর মরক্কোর বিরুদ্ধে ম্যাচেও অবশ্য সেই আশা পূর্ণ হল না। ৩ গোলে হেরে গিয়েছে ভারত।(ছবি:টুইটার)

গ্রুপে ব্রাজিল, আমেরিকা, মরক্কোর মতো শক্তিশালী দল। একই গ্রুপের সদস্য ভারতীয় দলের থেকে সেখানে বেশি কিছু আশা করাটাই হয়তো ভুল। অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ থেকে ১ পয়েন্ট আদায় করতে পারলে সেটাই হত বড় পাওনা। আমেরিকার পর মরক্কোর বিরুদ্ধে ম্যাচেও অবশ্য সেই আশা পূর্ণ হল না। ৩ গোলে হেরে গিয়েছে ভারত।(ছবি:টুইটার)

2 / 5
শুক্রবার পরিপূর্ণ কলিঙ্গ স্টেডিয়ামে ভারতের প্রতিপক্ষ ছিল মরক্কো। ব্রাজিলের কাছে হেরে আসা মরক্কো ভারতকে দুরমুশ করতে তৈরি ছিল। মার্কিনদের কাছে ৮ গোল খাওয়া ভারতের মেয়েরা বিনা যুদ্ধে জমি দিতে চায়নি। যার ফল প্রথমার্ধে ০-০ ফলাফল। (ছবি:টুইটার)

শুক্রবার পরিপূর্ণ কলিঙ্গ স্টেডিয়ামে ভারতের প্রতিপক্ষ ছিল মরক্কো। ব্রাজিলের কাছে হেরে আসা মরক্কো ভারতকে দুরমুশ করতে তৈরি ছিল। মার্কিনদের কাছে ৮ গোল খাওয়া ভারতের মেয়েরা বিনা যুদ্ধে জমি দিতে চায়নি। যার ফল প্রথমার্ধে ০-০ ফলাফল। (ছবি:টুইটার)

3 / 5
সব প্রতিরোধ ভেঙে গেল দ্বিতীয়ার্ধে। এড়ানো সম্ভব ছিল এমন সব গোল হজম করল ভারত। প্রথম গোল পেনাল্টি থেকে আল মাদানি দোহার। দ্বিতীয় গোলের পাশে নাম ক্যাপ্টেন জৌহিরের। ম্যাচের একদম শেষ মুহূর্তে গোল জেন্নাহ শেরিফের। ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে মরক্কোর মেয়েরা।(ছবি:টুইটার)

সব প্রতিরোধ ভেঙে গেল দ্বিতীয়ার্ধে। এড়ানো সম্ভব ছিল এমন সব গোল হজম করল ভারত। প্রথম গোল পেনাল্টি থেকে আল মাদানি দোহার। দ্বিতীয় গোলের পাশে নাম ক্যাপ্টেন জৌহিরের। ম্যাচের একদম শেষ মুহূর্তে গোল জেন্নাহ শেরিফের। ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে মরক্কোর মেয়েরা।(ছবি:টুইটার)

4 / 5
কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা আগেই শেষ হয়ে গিয়েছিল। গ্রুপ পর্বের অন্তিম ম্যাচে ভারতের প্রতিপক্ষ ব্রাজিল। প্রথম ৪৫ মিনিটের আত্মবিশ্বাসে ভরপুর প্রদর্শনই এদিনের ম্যাচের প্রাপ্তি ভারতের।(ছবি:টুইটার)

কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা আগেই শেষ হয়ে গিয়েছিল। গ্রুপ পর্বের অন্তিম ম্যাচে ভারতের প্রতিপক্ষ ব্রাজিল। প্রথম ৪৫ মিনিটের আত্মবিশ্বাসে ভরপুর প্রদর্শনই এদিনের ম্যাচের প্রাপ্তি ভারতের।(ছবি:টুইটার)

5 / 5
প্রথমবার ভারতে বসেছে অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপের আসর। এই প্রতিযোগিতা থেকে ভারতকে নিয়ে তেমন আশা হয়তো কোনওদিন ছিল না। তবে এই আসর ভারতের ফুটবল ভবিষ্যতের জন্য কার্যকর হতে পারে। এটুকুই প্রাপ্তি ভারতের। (ছবি:টুইটার)

প্রথমবার ভারতে বসেছে অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপের আসর। এই প্রতিযোগিতা থেকে ভারতকে নিয়ে তেমন আশা হয়তো কোনওদিন ছিল না। তবে এই আসর ভারতের ফুটবল ভবিষ্যতের জন্য কার্যকর হতে পারে। এটুকুই প্রাপ্তি ভারতের। (ছবি:টুইটার)