Beautiful Lakes In India: শীতকালে দেশের সবচেয়ে সুন্দর ও মনোরম হৃদ কোনগুলি, জানুন
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Dec 08, 2021 | 10:46 AM
শীতের মরসুমে দেশের বিভিন্ন প্রান্ত সুন্দর ও বৈচিত্র্যময় হ্রদের রোমাঞ্চকর অভিজ্ঞতা পেতে চান! তাহলে বরফ জমা হ্রদ থেকে শুরু করে মনোমুগ্ধকর হাউসবোট পর্যন্ত শীতকালে কোথায় কী দেখবেন তার একটি ছোট তালিকা দেওয়া হল...
1 / 6
শীতের মাসগুলিতে পাহাড়, সমুদ্র, জঙ্গল যেমন আকর্ষণীয়, তেমনি জনপ্রিয় কিছু হ্রদের শোভার আকর্ষণে ভিড় জমান পর্যটকরা।
2 / 6
শীতের মরসুমে দেশের বিভিন্ন প্রান্ত সুন্দর ও বৈচিত্র্যময় হ্রদের রোমাঞ্চকর অভিজ্ঞতা পেতে চান! তাহলে বরফ জমা হ্রদ থেকে শুরু করে মনোমুগ্ধকর হাউসবোট পর্যন্ত শীতকালে কোথায় কী দেখবেন তার একটি ছোট তালিকা দেওয়া হল...
3 / 6
ডাল লেক, জম্মু ও কাশ্মীর- শীতকালে এই হ্রদের বেশিরভাগ অংশই সাদা বরফে ঢেকে থাকে। ঠান্ডায় জমে থাকা লেক দেখার অভিজ্ঞতা অত্যন্ত ভাগ্যের ব্যাপার। হ্রদের চারপাসে সাদা বরফে ঢাকা গাছ ও পাহাড়ের মনোরম সৌন্দর্য দেশের সেরা শীতকালীন একটি গন্তব্য।
4 / 6
ভেম্বানাদ লেক, কেরালা- ভারতের দীর্ঘতম হ্রদ এটি। বিশেষ করে শীতকালে হ্রদের কেরালাবাসীদের জীবনের দুর্দান্ত ভূমিকা দেখতে চান, তাহলে লেকের হাউসবোটগুলির অভিজ্ঞতা নেওয়া দরকার। এই লেকজুড়ে রাজ্যের অনেক গন্তব্যে পৌঁছানো যায়।
5 / 6
সোমগো লেক, সিকিম- গ্য়াংটকের রাজধানী থেকে প্রায় ৪০ কিমি দূরে অবস্থিত এই বরফজমা লেকটি রাজ্যের অন্যতম জনপ্রিয় গন্তব্যস্থল। শীতকালে এই হ্রদে চারপাশে শুধুই সাদা বরফের স্তূপ দেখা যায়। রয়েছে ইয়াক রাইডও।
6 / 6
লেক পিচোলা, উদয়পুর- শীতের দিনগুলিতে উদয়পুর অত্যন্ত মনোরম একটি ডেস্টিনেশন। ঠান্ডার মরসুমে হ্রদটি একেবারে দেখার মতো। উদয়পুরের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত। তবে ১৩৯২ সালে কৃত্রিম উপায়ে তৈরি হ্রদটি তৈরি করা হয়েছিল। লেকের উপর রয়েছে চারটি দ্বীপের মতোন, যেখানে সুন্দর ও বিলাসবহুল লেক প্যালেস রয়েছে।