TV9 Bangla Digital | Edited By: megha
Aug 15, 2021 | 3:18 PM
ট্রানজআলপাইন, নিউজিল্যান্ড: এটি নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপপুঞ্জের মধ্য দিয়ে যায়, যার সাথে থাকে ক্রাইস্টচার্চ, আর্থারপাস এবং গ্রেমাউথের মন ভরানো প্রাকৃতিক দৃশ্য।
দ্য ঘান, অস্ট্রেলিয়া: দক্ষিণ অস্ট্রেলিয়া ঘুরতে চান? বেছে নিন দ্য ঘানকে। ২৯৭৯ কিলোমিটার রাস্তা ৪ দিনে পৌঁছে দেয় এই ট্রেন।
সার্দান রেলওয়ে, ভারত: দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বতমালার দৃশ্য উপভোগ করার জন্য বেছে নিন সার্দান রেলওয়েকে। পাহাড় থেকে সমুদ্র সবই দেখা যায় এই রুটে।
৩৬০° মাচু পিচ্চু, পেরু: পেরুর প্যানোরমিক দৃশ্য অনুভব করার জন্য ইনকা রেলের ৩৬০° মাচু পিচ্চু ট্রেনের যাত্রা করতে ভুলবেন না।
গ্লেসিয়ার এক্সপ্রেস, সুইজারল্যান্ড: হিমবাহের মধ্য দিয়ে ট্রেন যাত্রা করতে চান? তাহলে ঘুরে আসতে পারেন সুইজারল্যান্ড। গ্লেসিয়ার এক্সপ্রেস ধীর গতির ট্রেন রুট হলেও হিমবাহের সবচেয়ে মনোরম দৃশ্য দেখতে পাবেন এখানেই।
ট্র্যান্স-সাইবেরিয়ান রেলওয়ে, রাশিয়া: পৃথিবীর অন্যতম সুন্দর ট্রেন রুট হল ট্র্যান্স-সাইবেরিয়ান রেলওয়ে। ৯২৮৯ কিলোমিটারের রাস্তায় ১২০টি স্টেশন রয়েছে এই রুটে।
ওয়েস্ট হাইল্যান্ড লাইন, স্কটল্যান্ড: হ্যারি পটারের হগওয়ার্টস এক্সপ্রেসের দৃশ্য অন্বেষণ করতে চান? তাহলে ঘুরে আসুন ওয়েস্ট হাইল্যান্ড। এই রেলপথ স্কটল্যান্ডের হাইল্যান্ডকে সেন্ট্রাল স্কটল্যান্ডের সাথে যুক্ত করে।